বাইকম (ইংরেজি: Vaikom) বা ব্যাঘ্রপদপুরম ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ম জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

বাইকম
വൈക്കം
വ്യാഘ്രപാദപുരം
শহর
বাইকম কেরল-এ অবস্থিত
বাইকম
বাইকম
কেরালা, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ৯°৪৬′ উত্তর ৭৬°২৪′ পূর্ব / ৯.৭৬৭° উত্তর ৭৬.৪০০° পূর্ব / 9.767; 76.400
দেশ ভারত
রাজ্যকেরালা
জেলাকোট্টায়ম
জনসংখ্যা (২০০১)
 • মোট২২,৬৩৭
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে বাইকম শহরের জনসংখ্যা হল ২২,৬৩৭ জন।[] এর মধ্যে পুরুষ ৪৮% এবং নারী ৫২%।

এখানে সাক্ষরতার হার ৯২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৭% এবং নারীদের মধ্যে এই হার ৯০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ৱাইকোম এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী। জনসংখ্যার ঘনত্ব ২৪৯৬ প্রতি বর্গ কিমি।

 
বাইকম এবং ভেম্বানাদু হ্রদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭