বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন হল বাংলাদেশে হ্যান্ডবল ও বীচ হ্যান্ডবল ক্রীড়ার পরিচালনা পর্ষদ। এটি ১৯৮৩ সালে গঠিত হয়। ফেডারেশনটি আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সদস্য। এছাড়াও এটি দক্ষিণ হ্যান্ডবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধিভুক্ত সংগঠন। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন নুরুল ফজল বুলবুল ও আসাদুজ্জামান কোহিনুর।[]

ইতিহাস

সম্পাদনা
 

১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সহসভাপতি এমএ হামিদের হাত ধরে বাংলাদেশে হ্যান্ডবল খেলা শুরু হয়[], যিনি পরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন সভাপতি নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান মুন্সি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর তাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন।[] তবে ১৯৮৩ সালের জুনে পুরুষদের প্রদর্শনীমুলক হ্যান্ডবল লীগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। জুলাইয়ে শুরু হয় মহিলাদের খেলা এবং উভয়ের প্রথম টুর্নামেন্ট।[]

১৯৮৩ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশন হিসেবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।[] সেদিন বেশ কিছু ক্রীড়া সংগঠক ও উপদেষ্টা তৎকালীন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রিটর অফিসের সম্মেলন কক্ষে (বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়) নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের সভাপতিত্বে একত্রিত হন। ১লা মে ১৯৮৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি পায়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন করা হয়।[] এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সদস্য হয়।

জাতীয় দল

সম্পাদনা

আয়োজক

সম্পাদনা

২০০০ এশিয়ান মহিলা জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সভাপতি ও সাধারণ সম্পাদক"জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮ 
  2. "About Us"www.bdhandball.org। Bangladesh Handball Federation। ২০১৯-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮ 
  3. গোফরান ফারুকী এবং আবু তালহা সরকার (২০১২)। "হ্যান্ডবল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮