বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি

বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি ১৯৭১ সালে ভারতের কলকাতায় বসবাসরত শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের একটি সংগঠন, যারা বিভিন্নভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা দান করেছেন।[১][২] ভারতে, বিশেষতঃ কলকাতায় বসবাসকারী শিল্প ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী বাঙালি বংশদ্ভূত ব্যক্তিবর্গের দীর্ঘ আলোচনা ও পূর্ববঙ্গের ততকালীন যুদ্ধাবস্থায় আর্থিক ও মানসিক সাহায্য ও সহযোগীতা দেয়ার জন্যই মূলতঃ এই সমিতির গোড়পত্তন।[২]

সংগঠন সম্পাদনা

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হলে বিপুল সংখ্যক বাঙালি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং ভারতীয়দের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। প্রায় এক কোটি শরণার্থীর সহায়তার জন্য তখন রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি বিভিন্ন পেশাজীবিরা নিজেদের সাধ্যমত এগিয়ে আসেন; ভারত সরকারের পাশাপাশি ভারতের শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বেসরকারি পর্যায়েও ব্যাপক ভূমিকা রাখে।[৩]

মূলত ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে গড়ে ওঠা[৪] এই সমিতির সভাপতি ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়[৫] এই সহায়ক সমিতিটিতে বিভিন্নভাবে আরও যুক্ত ছিলেন মণিন্দ্র রায়, নররেন্দ্রনাথ চক্রবর্তী, ডাঃ মণীন্দ্রলাল বিশ্বাস, অজিত দত্ত, অন্নদা শংকর রায়, অমলাশংকর, উদয়শংকর, জ্ঞানপ্রকাশ ঘোষ, গোপাল হালদার, জ্যোতি দাশগুপ্ত, দক্ষিণারঞ্জন বসু, ডাঃ নীহার কুমার মুন্সী, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে, বিবেকানন্দ মুখোপাধ্যায়, মনোজ বসু, মন্মথ রায়, শস্তু মিত্র, সন্তোষ কুমার ঘোষ, সরযুবালা দেবী, সুচিত্রা মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, সুশোভন সরকার এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।[৫]

কর্মকাণ্ড সম্পাদনা

এই সমিতির সদস্যরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকালে শরনার্থী হয়ে যাওয়া শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করে রাখতেন এবং তাদেরকে সংগঠিত করতে সহায়তা করতেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাহায্যের আবেদন জানিয়ে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতির বিবৃতি", দৈনিক যুগান্তর, ৮ এপ্রিল ১৯৭১।
  2. "শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতির আবেদন"প্রথম আলো। ২৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২ 
  3. "বন্ধু রাষ্ট্র ভারত: আমাদের প্রাপ্তি, তাদের ত্যাগ"জাগো নিউজ। ৬ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২ 
  4. Viswayan : Akashdeep : College Street
  5. হাসান হাফিজুর রহমান, সম্পাদক (১৯৮২)। "বাংলাদেশের সাহায্যে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতির আবেদন"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র। দ্বাদশ খণ্ড। তথ্য মন্ত্রণালয়। পৃষ্ঠা ৩১৪। 
  6. স্মৃতিচারণ: মুক্তিযুদ্ধে শিল্পীসমাজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]