বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম (বিএসএফএফ) বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন। এটি ২৪ আগস্ট ১৯৮৬ সালে যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য। সংগঠনটি এমন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বাংলাদেশি চলচ্চিত্র জগতে মসলাদার চলচ্চিত্রের রাজত্ব চলছিল। তখন, আর্ট ফিল্ম জনরার চলচ্চিত্রের করুণ অবস্থা চলছিল।
গঠিত | আগস্ট ১৯৮৬ |
---|---|
ধরন | স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও নির্মান কর্মীদের সংগঠন। |
সদরদপ্তর | ১০৮, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা -১০০০, বাংলাদেশ |
অবস্থান |
|
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সভাপতি | জহিরুল ইসলাম কচি |
মূল ব্যক্তিত্ব |
|
স্টাফ | ১৯ |
ওয়েবসাইট | www |
এই সংগঠনটির সাথে জড়িত থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, এনায়েত করিম বাবুল, তারেক শাহরিয়ার, শামীম আক্তার, মানজারে হাসিন মুরাদ, ইয়াসমিন কবির, নূরুল আলম আতিক, জাহিদুর রহিম অঞ্জন, রাশেদ চৌধুরী ও আকরাম খান।[১]
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় শাহবাগে অবস্থিত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। এটি ১৯৮৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল, যেটি ছিল উপমহাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।[২]
প্রতিষ্ঠানটি বহু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল, ওয়ান ডে ইন কৃষ্ণনগর (৫৩ মিনিট) ও ঢাকা ২০০৫ (৫ মিনিট)।[৩][৪] এটি সারা বাংলাদেশ জুড়ে চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও কর্মশালা ছাড়াও চলচ্চিত্র উৎসবের আয়োজন করে এবং শাহবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Short Film Festival Newsletter, issue ??, 2007
- ↑ "The year that was..."। The Daily Star। ৩১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৮।
- ↑ "Daily Star: Documenting Bangladesh"। দ্য ডেইলি স্টার।
- ↑ "ঢাকা 2005"। ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- ↑ "Meet the Director: Supriyo Sen"। Dhaka Tribune। ২৬ আগস্ট ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৮।