বাংলাদেশ মহিলা সমিতি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বাংলাদেশ মহিলা সমিতি হলো বাংলাদেশের একটি একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও অরাজনৈতিক সংগঠন।[১] এটি মূলতঃ ১৯৪৮ সালে অল পাকিস্তান উইমেন অ্যাসোসিয়েশন নামে লেডি রানা লিয়াকত আলী (পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রীর স্ত্রী) কর্তৃক প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনের ঢাকায় প্রতিষ্ঠিত শাখা যা ১৯৪৯ সালে খোলা হয়েছিল।[১] এই সংগঠনটি নারীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে চলার পাশাপাশি নারীদের বিভিন্ন আইনি বিষয়গুলিতেও সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধি করছে।[১]
গঠিত | ১৯৪৯ |
---|---|
ধরন | সামাজিক সংগঠন |
আইনি অবস্থা | সচল |
উদ্দেশ্য | নারীদের সংগঠিত করা |
সদরদপ্তর | ৪ নাটক সরণি (নিউ বেইলি রোড), সিদ্ধেরশ্বরী |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | ![]() |
দাপ্তরিক ভাষা | বাংলা |
প্রতিষ্ঠাতা | ভিকারুননিসা নুন, বেগম শামসুন্নাহার মাহমুদ ও অধ্যক্ষ হামিদা খানম |
প্রধান অঙ্গ | পরিচালনা পর্ষদ |
প্রতিষ্ঠানের পরিচিতিসম্পাদনা
ইতিহাসসম্পাদনা
কর্মকান্ডসম্পাদনা
অবদানসম্পাদনা
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ নিবেদিতা দাশ পুরকায়স্থ (জানুয়ারি ২০০৩)। "বাংলাদেশ মহিলা সমিতি"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
পরবর্তীকালে বাংলাদেশ মহিলা সমিতি একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সোস্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট ও এনজিও ব্যুরোর অধীনে নিবন্ধিত হয়।
ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)