বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইউনানী ও আয়ুর্বেদিক কোর্সে স্নাতক এবং ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে।[১]

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত১৯৮৩; ৪১ বছর আগে (1983)
ধরনসরকারি
সদরদপ্তর৭৫/বি, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা - ১২১৫
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবাচিকিৎসা-শিক্ষা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
মুজিবুল হক মুজিব
প্রধান প্রতিষ্ঠান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
অনুমোদনস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
ওয়েবসাইটwww.bbuasm.gov.bd

ইতিহাস সম্পাদনা

১৯৪৭ সালে দেশভাগের পর ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকরা ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক আইন পাশের আন্দোলন শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তান জাতীয় পরিষদ ১৯৫৬ সালে আইন পাশ ও ১৯৫৭ সালে তা কার্যকর করে। তবে, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের মতবিরোধের কারণে ১৯৫৮ সালে জারিকৃত আইনটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে ১৯৬৫ সালে আবারও নতুন করে আইনটি কার্যকর করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে আইনের কার্যকারিতা বহাল রেখে বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন নামে বোর্ডের নামকরণ করা হয়।[২][১]

গঠন সম্পাদনা

[৩]

  • চেয়ারম্যান: ১ জন
  • রেজিস্ট্রার: ৩ জন
  • সদস্য: ১৮ জন
  • প্রতিটি বিভাগের দুই জন চিকিৎসক প্রতিনিধি (আয়ুর্বেদিক এবং ইউনানী) সদস্য।
  • শিক্ষক প্রতিনিধি সদস্য থাকে ২জন

সহ মোট ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই বোর্ডের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রম সম্পাদনা

[৪]

  • ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা দিতে ইচ্ছুক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া;
  • স্বীকৃত প্রতিষ্ঠানসমূহে দক্ষতার মান নিয়ন্ত্রণ;
  • ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিসমূহের পরীক্ষা অনুষ্ঠান ও সনদ প্রদান;
  • ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় গবেষণার সুযোগ সৃষ্টি;

অধীনস্হ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সম্পাদনা

ইউনানী কোর্স (স্নাতক স্তর) সম্পাদনা

  1. হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  2. সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
  3. হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
  4. রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী)

ইউনানী কোর্স (ডিপ্লোমা স্তর) সম্পাদনা

  1. সরকারি তিব্বিয়া কলেজ, সিলেট
  2. তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা
  3. চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজ
  4. চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজ
  5. ভোলা ইসলামিয়া ইউনানী কলেজ
  6. খুলনা ইউনানী মেডিকেল কলেজ
  7. মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ
  8. আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ (ইউনানী), কুমিল্লা
  9. ইউনান তিব্বিয়া কলেজ, ফেনী
  10. হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া
  11. হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), ঢাকা
  12. রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), লক্ষ্মীপুর
  13. ডাঃ আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর
  14. হাফেজ ক্বারী আব্দুস সালাম ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাগেরহাট
  15. শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ
  16. পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ
  17. বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল

আয়ুর্বেদিক কোর্স (স্নাতক স্তর) সম্পাদনা

  1. হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  2. সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

আয়ুর্বেদিক কোর্স (ডিপ্লোমা স্তর) সম্পাদনা

  1. মোমেনশাহী আয়ুর্বেদিক কলেজ
  2. নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ, ঢাকা
  3. মোজাহের আয়ুর্বেদীয় কলেজ, চট্টগ্রাম
  4. শ্রীহট্ট সংস্কৃত কলেজ (আয়ুর্বেদ), সিলেট
  5. কুন্ডেশ্বরী আয়ুর্বেদিক কলেজ, চট্টগ্রাম
  6. প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মাগুরা
  7. অমৃত লাল দে আয়ুর্বেদ ও ইউনানী মহাবিদ্যালয়, বরিশাল
  8. মডার্ন ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
  9. টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া
  10. হযরত খাজার বশীর ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, জামালপুর

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা