বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। এটি হাইড্রোকার্বন ও পেট্রোলিয়ামজাত শিল্পে প্রতিষ্ঠানের ওপর গবেষণা আউট বহন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। এটি উত্তরা, ঢাকা, বাংলাদেশ অবস্থিত। এটিকে সংক্ষেপে বলা হয় বিপিআই [১] [২]
সংক্ষেপে | বিপিআই |
---|---|
গঠিত | ১৯৮১ |
সদরদপ্তর | উত্তরা, ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাইনস্টিটিউটটি ১৯৮১ সালের জানুয়ারিতে নির্মিত হয়েছিল, এটি বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। [১][৩] ২০০৪ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট আইনটি সংসদে পাস হয়, যা তেল, গ্যাস ও পেট্রোলিয়াম শিল্পে দক্ষতা বিকাশের জন্য আরও বেশি সংস্থান সরবরাহ করেছিল।
কার্যক্রম
সম্পাদনাবাংলাদদেশের জ্বালানি বিভাগে নিয়োজিত কর্মী ও কারিগরদের প্রশিক্ষণ দান, হাইড্রোকার্বন প্রাপ্তির সম্ভাবনা ও গবেষণা কার্যক্রম, এ বিষয়ে উন্নয়নের ওপর অগ্রিম সমীক্ষা, প্রযুক্তিভিত্তিক তথ্য ব্যবস্থার উদ্ভাবন ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম এবং জ্বালানি কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাসমূহকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়েই এটি প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট ২০১৫ পর্যন্ত ১৮১ প্রশিক্ষণ কোর্স, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে ২ হাজার ৮শ ২২ জন জ্বালানি সংশ্লিষ্ট পেশাজীবীকে প্রশিক্ষিত করেছে।
সংগঠনটি প্রতিবছর সাধারণত ভূতত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, ভূ-রসায়ন, জ্বালানি প্রকৌশল, কূপ লগিং, খনি খনন প্রকৌশল, জ্বালানি ব্যবস্থাপনা, পাইপলাইন প্রকৌশল, গ্যাস সঞ্চালন ও বিরণ, হিসাব ও অর্থায়ন, নিরাপত্তা ও পরিবেশ, প্রকল্প ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ডজনখানেক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। এসব প্রশিক্ষণ কোর্স পরিচালনায় নিজেদের প্রশিক্ষক ছাড়াও জ্বালানি সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রশিক্ষক ও বিদেশি পেশাজীবীদের প্রশিক্ষক হিসেবে কাজে লাগিয়ে থাকে। এছাড়াও সংগঠনটি তাদের অভিজ্ঞ প্রশিক্ষকদেরকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষক প্রতিনিধি হিসেবে বিদেশে বিভিন্ন জ্বালানি সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে পাঠায়। উত্তরা মডেল টাউনে নিজস্ব আঙিনায় বিপিআইর সদ দফতর রয়েছ। [৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬।
- ↑ "BD moots Bapex-Gazprom joint venture to Russia"। archive.dhakatribune.com। Dhaka Tribune। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬।
- ↑ Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 251। আইএসবিএন 9781317308775।
- ↑ Fund, International Monetary। Bangladesh: Poverty Reduction Strategy Paper (ইংরেজি ভাষায়)। International Monetary Fund। পৃষ্ঠা 111। আইএসবিএন 9781451876642।