বাংলাদেশ দাবা ফেডারেশন
বাংলাদেশ দাবা ফেডারেশন হলো বাংলাদেশের দাবার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এবং বাংলাদেশের দাবা খেলার পরিচালনার জন্য দায়বদ্ধ।[১][২] বেনজীর আহমেদ বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি। [৩] সৈয়দ শাহাবুদ্দিন শামীম বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। [৪]
গঠিত | ১৯৭৪ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | bdchessfed |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ দাবা ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেন ছিলেন নিখিল পাকিস্তান জাতীয় দাবা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ দাবা সংঘ। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ দাবা সংঘ পুনরায় বাংলাদেশ দাবা ফেডারেশন হিসাবে সংগঠিত হয়। কাজী মোতাহার হোসেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৮৫ সালে, বাংলাদেশ দাবা ফেডারেশন প্রতিষ্ঠাতা সভাপতির নামানুসারে বার্ষিক ডাঃ কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক মাস্টার্স দাবা টুর্নামেন্ট শুরু করে। [৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangabandhu GM Chess in April"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "9-year-old grabs NCC spot"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "Benazir Ahmed elected President of South Asian Chess Counc..."। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ Haider, Liton; Talukder, Kamal। "No arrests made as there was none when illegal casinos in Dhaka's sport clubs were busted"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ গোফরান ফারুকী (২০১২)। "দাবা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।