বাংলাদেশ ডাক বিভাগ
বাংলাদেশের ডাক পরিষেবা প্রদানকারী
বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশে ডাক পরিষেবা প্রদানের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত। এটি বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এই মন্ত্রণালয় দুইটি অধিদপ্তরের জন্য নীতি নির্ধারণ করে থাকে।
![]() বাংলাদেশ ডাক বিভাগের লোগো | |
![]() বাংলাদেশ ডাক বিভাগের সদরদপ্তর, ঢাকা | |
ডাক কর্তৃপক্ষ রূপরেখা | |
---|---|
সদর দপ্তর | ঢাকা, বাংলাদেশ |
ডাক কর্তৃপক্ষ নির্বাহী |
|
মূল সংস্থা | ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় |
ওয়েবসাইট | bdpost |
পরিষেবাসম্পাদনা
বাংলাদেশ ডাক বিভাগের প্রধান পরিসেবাসমূহের মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি গ্রহণ, পরিবহন ও বিলিকরণ, রেজিস্ট্রেশন সেবা, ভ্যালু পেয়েবল (ভিপি) সেবা, বীমা সেবা, পার্সেল সেবা, বুক পোস্ট (বুক প্যাকেট ও প্যাটার্ণ প্যাকেট), রেজিস্টার্ড সংবাদপত্র, মানি অর্ডার সেবা, এপ্রেস সেবা (জিইপি ও ইএমএস), ই-পোস্ট এবং ইন্টেল পোস্ট সেবা প্রদান।[১] সাধারণত দূরত্ব এবং গন্তব্য যোগাযোগ উপর নির্ভর করে এ কাজে ২ থেকে ৩ দিন সময় লাগে।
ই-পোস্টসম্পাদনা
ইলেকট্রনিক মেইল সেবা ১৬ আগস্ট ২০০০ সাল থেকে "ই-পোস্ট" হিসেবে চালু হয়।
পোস্ট কোডসম্পাদনা
চিত্রশালাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ডাক বিভাগ"। bangladeshpost.gov.bd। বাংলাদেশ ডাক বিভাগ। ২০১৫। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৫।