বাংলাদেশ ডাক বিভাগ

বাংলাদেশের ডাক পরিষেবা প্রদানকারী

বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশে ডাক পরিষেবা প্রদানের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত। এটি বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এই মন্ত্রণালয় দুইটি অধিদপ্তরের জন্য নীতি নির্ধারণ করে থাকে।

বাংলাদেশ ডাক বিভাগ
বাংলাদেশ ডাক বিভাগের লোগো.svg
বাংলাদেশ ডাক বিভাগের লোগো
Headquarters of Bangladesh Post Office.jpg
বাংলাদেশ ডাক বিভাগের সদরদপ্তর, ঢাকা
ডাক কর্তৃপক্ষ রূপরেখা
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ডাক কর্তৃপক্ষ নির্বাহী
  • নায়েব দেলোয়ার হোসেন, মহাপরিচালক ও পোস্টমাস্টার জেনারেল
মূল সংস্থাডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
ওয়েবসাইটbdpost.gov.bd

পরিষেবাসম্পাদনা

বাংলাদেশ ডাক বিভাগের প্রধান পরিসেবাসমূহের মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি গ্রহণ, পরিবহন ও বিলিকরণ, রেজিস্ট্রেশন সেবা, ভ্যালু পেয়েবল (ভিপি) সেবা, বীমা সেবা, পার্সেল সেবা, বুক পোস্ট (বুক প্যাকেট ও প্যাটার্ণ প্যাকেট), রেজিস্টার্ড সংবাদপত্র, মানি অর্ডার সেবা, এপ্রেস সেবা (জিইপি ও ইএমএস), ই-পোস্ট এবং ইন্টেল পোস্ট সেবা প্রদান।[১] সাধারণত দূরত্ব এবং গন্তব্য যোগাযোগ উপর নির্ভর করে এ কাজে ২ থেকে ৩ দিন সময় লাগে।

ই-পোস্টসম্পাদনা

ইলেকট্রনিক মেইল সেবা ১৬ আগস্ট ২০০০ সাল থেকে "ই-পোস্ট" হিসেবে চালু হয়।

পোস্ট কোডসম্পাদনা

চিত্রশালাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ডাক বিভাগ"bangladeshpost.gov.bd। বাংলাদেশ ডাক বিভাগ। ২০১৫। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা