বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশন
বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশন বাংলাদেশের জিমনাস্টিকসের জন্য জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশে এই ক্রীড়া পরিচালনার জন্য দায়বদ্ধ।[১] শেখ বশির আহমেদ মামুন বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশনের সভাপতি।[২]
গঠিত | ১৯৭২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরের বছর সরকারী স্বীকৃতি পেয়েছিল। ১৯৭৩ সালের নভেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় জিমনাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭৪ সালে, মহিলা জিমনাস্টিকের জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল।[৩] আগস্ট ২০১৯ এ, জাপান ফেডারেশনকে ১.২ মিলিয়ন টাকা মূল্যের সরঞ্জাম দান করেছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gymnasts facilitated for Singapore success"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "BKSP clinch 21st National Junior Girls Gymnastics title"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ গোফরান ফারুকী (২০১২)। "জিমনাস্টিকস"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Gymnastic federation gets new apparatus from Japan"। Dhaka Tribune। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।