বাংলাদেশ চার্চের কুষ্টিয়া ধর্মপ্রদেশ

বাংলাদেশ চার্চের একটি ধর্মপ্রদেশে

বাংলাদেশ চার্চের কুষ্টিয়া ধর্মপ্রদেশ হলো বাংলাদেশ চার্চের (একটি ইউনাইটেড প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়) তিনটি ধর্মপ্রদেশের মধ্যে একটি।[১] এটি ১৯৯০ সালে ঢাকা ধর্মপ্রদেশ থেকে আলাদা হয়ে গঠিত হয় এবং এর প্রথম তিনজন বিশপ প্রত্যেকে ঢাকার আর্চবিশপ এবং বাংলাদেশের চার্চের প্রাইমেট ও মডারেটর হয়েছিলেন।[২]

কুষ্টিয়া ধর্মপ্রদেশ
অবস্থান
দেশ বাংলাদেশ
যাজকীয় প্রদেশঢাকা
মেট্রোপলিটনঢাকা
Deaneries
পরিসংখ্যান
আয়তন২০,৮৩৫.১৫ বর্গকিলোমিটার (৮,০৪৪.৫০ বর্গমাইল)
প্যারিশ৪৪
সদস্য৮,০০০
তথ্য
কৃত্যবাংলাদেশের চার্চ সাধারণ প্রার্থনার বই
স্থাপিত১৯৯০
ক্যাথেড্রালসেন্ট জন'স ক্যাথিড্রাল চার্চ
বর্তমান নেতৃত্ব
বিশপহেমেন হালদার
মেট্রোপলিটনের প্রধান ধর্মযাজকস্যামুয়েল সুনীল মানখিন
এমেরিটাস বিশপমাইকেল এস বারোই

কুষ্টিয়া ধর্মপ্রদেশের সদরদপ্তর কুষ্টিয়ায় অবস্থিত, কুষ্টিয়া ধর্মপ্রদেশ দুটি ডিনারী নিয়ে গঠিত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বল্লভপুর ডিনারী, ১৩টি প্যারিশে প্রায় ৫,০০০ সদস্য নিয়ে বাংলাদেশের চার্চের সদস্যপদে বৃহত্তম ডিনারী। এই এলাকায় প্রতিবাদী কাজ ১৯ শতকে চার্চ মিশন সোসাইটি দ্বারা গঠিত একটি হাসপাতাল এবং স্কুল অন্তর্ভুক্ত করেছে। ডিনারীতে ধন্য বুধবার সাভা নামে একটি বার্ষিক আধ্যাত্মিক পুনরুজ্জীবন হয়।[৩]

রাজশাহী ডিনারির ৩১টি প্যারিশে ৩,০০০ সদস্য রয়েছে, তাদের বেশিরভাগই সাঁওতাল জনগণের অংশ, যা ইংরেজ প্রেসবিটারিয়ান মিশন থেকে বেড়েছে। ডিনারিটি হেলমেল সোভা নামে একটি বার্ষিক আধ্যাত্মিক পুনরুজ্জীবনের আয়োজন করে।[৪] COB-এর মডারেটর ১৯২৬ সালে প্রেসবিটেরিয়ান মিশনারিদের দ্বারা নির্মিত খ্রিস্টান মিশন হাসপাতাল রাজশাহীর বোর্ডের সভাপতিত্ব করেন।[৫]

বিশপদের তালিকা

সম্পাদনা
  1. মাইকেল বারোই (১৯৯০-২০০৩)
  2. পল সরকার (২০০৩-২০০৯)
  3. স্যামুয়েল সুনীল মানখিন (২০০৯-২০১৯)
  4. হেমেন হালদার (২০১৯-বর্তমান)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Congregations"Church of Bangladesh (ইংরেজি ভাষায়)। ২০১২-০১-২৯। 
  2. "Our History"Church of Bangladesh (ইংরেজি ভাষায়)। ২০১২-০১-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭ 
  3. "Bollovepur Deanery"। Church of Bangladesh। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৪ 
  4. "Rajshahi Deanery"। Church of Bangladesh। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৪ 
  5. "Who we are"। Christian Mission Hospital Rajshahi। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা