বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০০২ সাল থেকে অদ্যাবধি একে-অপরের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে আসছে। দল দুইটি মে, ২০১৫ তারিখ পর্যন্ত মোট আটটি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়। তন্মধ্যে বাংলাদেশ কোন টেস্টেই জয় পায়নি কিংবা ড্র করতে সক্ষম পারেনি। বাদ-বাকী ৮টি খেলাতেই দক্ষিণ আফ্রিকা দল জয়ী হয়েছে।[১]

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
দলসমূহবাংলাদেশ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
প্রথম সাক্ষাৎ১৮ অক্টোবর, ২০০২
সর্বশেষ সাক্ষাৎ২৬-৩ নভেম্বর, ২০০৮, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
পরবর্তী সাক্ষাৎ২০১৫
পরিসংখ্যান
মোট সাক্ষাৎ
সর্বাধিক জয়দক্ষিণ আফ্রিকা (৮-০-০)

সংক্ষিপ্ত ফলাফল সম্পাদনা

মোট বাংলাদেশ জিতেছে দক্ষিণ আফ্রিকা জিতেছে ড্র
বাংলাদেশে
দক্ষিণ আফ্রিকায়
মোট

টেস্টের তালিকা সম্পাদনা

১৬ মে, ২০১৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের তালিকার বিবরণ নিম্নরূপ:[২]

ক্রমিক নং তারিখ বিজয়ী দল ফলাফল স্থান ম্যান অব দ্য ম্যাচ
১৮ অক্টোবর, ২০০২   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১০৭ রানে বিজয়ী পূর্ব লন্ডন গ্রেইম স্মিথ
২৫ অক্টোবর, ২০০২   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১৬০ রানে বিজয়ী পচেফস্ট্রুম জ্যাক ক্যালিস
২৪ এপ্রিল, ২০০২   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৬০ রানে বিজয়ী চট্টগ্রাম জ্যাক রুডল্‌ফ
১ মে, ২০০৩   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১৮ রানে বিজয়ী ঢাকা মোহাম্মদ রফিক
২২-২৫ ফেব্রুয়ারি, ২০০৮   দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে বিজয়ী ঢাকা জ্যাক ক্যালিস
২৯ ফেব্রুয়ারি - ৩ মার্চ, ২০০৮   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২০৫ রানে বিজয়ী চট্টগ্রাম গ্রেইম স্মিথ
১৯ নভেম্বর, ২০০৮   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২৯ রানে বিজয়ী ব্লুমফন্টেইন গ্রেইম স্মিথ
২৬ নভেম্বর, ২০০৮   দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৪৮ রানে বিজয়ী সেঞ্চুরিয়ন অ্যাশওয়েল প্রিন্স

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:বাংলাদেশের টেস্ট হেড-টু-হেড রেকর্ড