বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড একটি স্বায়ত্তশাসিত সরকারী সংস্থা যা একটি পরীক্ষাগার, পরীক্ষা কেন্দ্র এবং প্রশংসাপত্র সংস্থা এবং এটি একটি সাক্ষ্যদান সংস্থা যা ঢাকা, বাংলাদেশে অবস্থিত।[১][২][৩]

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড
গঠিত২০০৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার সংসদ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে।[১][৪] ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অর্গানাইজেশন বোর্ডে অনুশীলন উন্নতির জন্য একটি ফরাসী-কানাডিয়ান পরামর্শক নেড গ্রেভেলকে নিয়োগ দেওয়া হয় এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় করা হয়েছিল।[৫] পরামর্শক নেড গ্রেভেলকে নিয়োগ দেওয়া হয় এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় করা হয়েছিল।[৫]

২০১৫ সালে বোর্ডটি থাই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের সাথে বাংলাদেশথাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।[৬] ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান অভিযোগ করেন যে, বোর্ড কর্তৃক প্রদত্ত স্বীকৃতি অন্যান্য দেশে কখনো গৃহীত হয় না।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh Accreditation Board"bab.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  2. "Accreditation board upgraded"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  3. "Delivering confidence in healthcare"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  4. "Accreditation and world trade"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  5. "Accreditation Board spreads its wings"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  6. "Bangladesh plans to boost connectivity with Thailand"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  7. "Cut non-tariff barriers, Tofail asks India"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭