ফরাসি কানাডীয় (ইংরেজি: French Canadian, ফরাসি: Canadien français) একটি ফরাসি জাতিগোষ্ঠী যারা মূলত কানাডার নিউ ফ্রান্স অঞ্চলের বংশদ্ভূত। ১৭ শতকের শুরুর দিকে আমেরিকায় ফরাসি উপনিবেশের শুরুতে এই জনগোষ্ঠীর উৎপত্তি। এই জনগোষ্ঠী কানাডার সর্ববৃহৎ ফরাসিভাষী জনগোষ্ঠী এবং তাদের সেই সকল কানাডীয় বলেও অভিহিত করা হয় যাদের মাতৃভাষা ফরাসি

ফরাসি কানাডীয়
Canadien français
Canadienne française


উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
কানাডা, বিশেষত কুইবেক এবং নিউ বার্নসউইক অঙ্গরাজ্যে, অল্পকিছু মানুষ বাস করেন ওন্টারিও, নোভা স্কশিয়া, দক্ষিণ ম্যানিটোবা, নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং লুইজিয়ানায়
ভাষা
ফরাসি (মাতৃভাষা), ইংরেজি (দ্বিতীয় ভাষা)
ধর্ম
প্রাথমিকভাবে রোমান ক্যাথলিক
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
ফরাসি, কেবেকোয়া জাতি, একাডিয়ান, কাজুম, মেতিস, ফ্রাঙ্কো ওন্টারিয়াম, ফ্রাঙ্কো-ম্যানিটোবান, ফরাসি আমেরিকান, ব্রেয়ন

১৮ শতকের মধ্যভাগে ফ্রেঞ্চ কানাডার উপনিবেশিত মানুষেরা উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে। এর মধ্যে আছে আলাবামা, লুইজিয়ানা, মিসিসিপি, মিজুরি, ইলিনয়, উইন্ডসর-ডিট্রয়েট অঞ্চল, এবং কানাডীয় প্রেইরি অঞ্চলে (প্রাথমিকভাবে যা দক্ষিণ ম্যানিটোবা নামে পরিচিত)। ১৮৪০ ও ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রায় ৯ লক্ষ ফরাসি কানাডীয় নিউ ইংল্যান্ডের অভিবাসন লাভ করে। তারা মূলত ম্যাসাচুসেটসের ফল রিভার, ও নিউ বেডফোর্ড শহরে বসবাস করা শুরু করে। একাডিয়ানসহ যারা যুক্তরাষ্ট্রে থেকে যায় তারাই পরবর্তীকালে ফরাসি কানাডীয়দের বৃহত্তম ভাগ ফ্র‍্যাঙ্কো-আমেরিকান হিসেবে আত্মপ্রকাশ করে। এই সময়গুলোতে অনেক ফরাসি কানাডীয় পূর্ব, উত্তর ও দক্ষিণ ওন্টারিওতে তাদের অবস্থান পরিবর্তন করে। তারাও বর্তমান ফ্র‍্যাঙ্কো-কানাডীয় সম্প্রদায়ের অংশ।

বেশিরভাগ ফরাসি কানাডীয় জাতিগোষ্ঠীর বিস্তার ঘটেছে কানাডার কুইবেক প্রদেশে। যদিও তারা নিজেদের কানাডীয় ফরাসি হিসেবে পরিচয় দেবার বদলে কেবেকোয়া নামে পরিচিয় দেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  • Marquis, G. E. (১৯২৩)। "The French Canadians in the Province of Quebec"। Annals of the American Academy of Political and Social Science107 (Social and Economic Conditions in The Dominion of Canada): 7–12। ডিওআই:10.1177/000271622310700103  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  • Brault, Gerard J. (মার্চ ১৫, ১৯৮৬)। The French-Canadian Heritage in New England। University Press of New England। পৃষ্ঠা 312 pages। আইএসবিএন 0874513596 
  • Doty, C. Stewart (১৯৮৫)। The First Franco-Americans: New England Life Histories from the Federal Writers' Project, 1938-1939। University of Maine at Orono Press। 
  • Louder, Dean R. (১৯৯৩)। French America: Mobility, Identity, and Minority Experience across the Continent। Louisiana State University Press।  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা