বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
রাজনৈতিক দলের পদ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশের এই রাজনৈতিক সংগঠনের নির্বাহী কর্মকর্তা।[১] তিনি সংগঠনের কর্মসচিব হিসেবে সকল বিভাগীয় কার্যাবলির জন্য আদেশ বা উপদেশ প্রদান করেন। তিনি সংগঠনের কার্যনির্বাহী সংসদের অনুমোদন সাপেক্ষে সংগঠনটির কর্মী নিয়োগ বা বরখাস্ত থেকে শুরু করে সমস্ত বিষয়াদি দেখাশোনা করেন। তিনি নির্বাচনকালীন দলটির ব্যয় বিবরণীসহ বিভিন্ন নথিপত্র সত্যায়ন ছাড়াও দলের সভাপতির সাথে পরামর্শক্রমে দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে থাকেন।[১]
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক | |
---|---|
![]() বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাজ | |
ধরন | দলের নির্বাহী কর্মকর্তা |
যার কাছে জবাবদিহি করে | কার্যনির্বাহী সংসদ |
মেয়াদকাল | ৪ বছর |
সর্বপ্রথম | শামসুল হক |
গঠন | ১৯৪৯ |
ডেপুটি | যুগ্ম সাধারণ সম্পাদক |
সাধারণ সম্পাদকদের তালিকা
সম্পাদনাক্রমিক | আলোকচিত্র | নাম | যোগদান | অব্যাহতি |
---|---|---|---|---|
১ | শামসুল হক | ১৯৪৯ | ১৯৫৩ | |
২ | শেখ মুজিবুর রহমান | ১৯৫৩ | ১৯৬৬ | |
৩ | তাজউদ্দীন আহমদ | ১৯৬৬ | ১৯৭২ | |
৪ | জিল্লুর রহমান | ১৯৭২
১৯৭৬ সৈয়দা সাজেদা চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৭৮ আব্দুর রাজ্জাক ১৯৮১ আব্দুর রাজ্জাক ১৯৮২ - ১৯৯২ (দুই মেয়াদ) সৈয়দা সাজেদা চৌধুরী |
২০০২ | |
৫ | আব্দুল জলিল | ২০০২ | ২০০৯ | |
৬ | সৈয়দ আশরাফুল ইসলাম | ২০০৯ | ২৩ অক্টোবর ২০১৬ | |
৭ | ওবায়দুল কাদের | ২৩ অক্টোবর ২০১৬ | অধ্যাবধি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র"। আওয়ামী লীগ। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।