বাংলাদেশের তেল পাইপলাইনের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

সারাদেশে তেল পরিবহনে জাহাজ, ট্যাংক লরি, ওয়াগনের পরিবর্তে চারটি পাইপ লাইন নির্মাণ করছে সরকার। চারটির মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তিনটি পাইপ লাইন নির্মাণ করবে। দেশের অভ্যন্তরের পাইপ লাইন তিনটি হলো:

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন (নির্মাণাধীন ২০২১)

ইস্টার্ন রিফাইনারি কর্তৃক নির্মিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি-মহেশখালী তেল পাইপলাইন[৬][৭]

আন্তর্জাতিক তেল পাইপলাইনটি হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন[৮]

সারাদেশকে তেল পাইপ লাইনের আওতায় আনতে আরও চারটি পাইপ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এগুলো হচ্ছে:

  • বাগেরহাটের মোংলা থেকে খুলনার দৌলতপুর ডিপো পর্যন্ত[৪]
  • দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত[৪]
  • দিনাজপুরের পার্বতীপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত[৪] এবং
  • কুমিল্লার পিগিং স্টেশন থেকে ভৈরব পর্যন্ত[৪]

দ্রুততার সাথে তেল পরিবহন, জ্বালানি পরিবহনে ব্যয় এবং ঝামেলা কমানো, নদী দূষণ রোধ এবং ঝুঁকি এড়াতে পাইপ লাইন নির্মাণ করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন[৪]

তথ্যসুত্র সম্পাদনা

  1. "জ্বালানি তেল বহনে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন"Sarabangla.net। ২০১৮-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  2. "জ্বালানি তেল যাবে ৩০৫ কিমি পাইপলাইনে"banglanews24.com। ২০১৯-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  3. "ঢাকা-চট্টগ্রাম তেল পাইপ লাইনের জন্য অতিরিক্ত দেড় বছর সময় চায় বিপিসি"channel24bd.tv। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  4. "জ্বালানি তেলের দুই পাইপ লাইনের কাজের অগ্রগতি নেই"বাংলা ট্রিবিউন। ২০২১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  5. "বিমানের তেল সরবরাহে হচ্ছে পাইপ লাইন!"www.uddoktarkhoje.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  6. "জ্বালানি তেল খালাসে নতুন যুগে বাংলাদেশ, প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ"আমাদের সময়.কম। ২০২১-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  7. বাশার, রিয়াজুল। "এক বছরের মধ্যে গভীর সাগরের মুরিংয়ে তেল খালাসের আশা"bangla.bdnews24.com। ২০২১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  8. "ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ শুরু"কালের কণ্ঠ। ২০২০-১২-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০