বাংলাদেশী ৫ টাকার নোট

পাঁচ টাকার নোট ১৯৭২ সালের ৪ অক্টোবর ইস্যু হওয়া বাংলাদেশী টাকার একটি নোট। প্রথম নোটটির নকশা করেন কে জি মুস্তফা। সর্বশেষ ২০১১ সালে নোটটি ইস্যু হয়, যেখানে নোটের সামনের অংশে শেখ মুজিবুর রহমান এবং পেছনের অংশে জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন করা রয়েছে।

পাঁচ টাকা
(বাংলাদেশ)
মূল্য৳৫
সামনের দিক
নকশাবাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ
নকশাকারকে জি মুস্তফা (প্রথম) [১]
পিছের দিক
নকশাকুসুম্বা মসজিদ

ইতিহাস সম্পাদনা

পাঁচ টাকার নোট ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ইস্যু করা হয়। নোটে গোলাকার বৃত্তের মধ্যে বাংলাদেশের মানচিত্র ছিল।[২] ১৯৯৪ সালের ১ অক্টোবর প্রথম পাঁচ টাকার নোটের কয়েন সংস্করণ ইস্যু হয়।[৩] জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের পরামর্শে কে জি মুস্তফা প্রথম ১ টাকার নোটের নকশা করার পর ৫ টাকার নকশা করেন। [১] বাংলাদেশে অনেকবার পাঁচ টাকার নোট ইস্যু হয়েছে। ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৬, ১৯৭৮, ২০০৬ এবং ২০১১ সাল দিয়ে মোট সাতবার এপর্যন্ত ইস্যু হয়েছে। তার মধ্যে ১৯৭২, ১৯৭৩ এবং ১৯৭৪ সালের নোটগুলি অপ্রচলিত। [২]

বৈশিষ্ট্য সম্পাদনা

সর্বশেষ ২০১১ সালের বাংলাদেশী পাঁচ টাকার নোটের সামনের দিকে শেখ মুজিবুর রহমানজাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে কুসুম্বা মসজিদের চিত্র বিদ্যমান। [৪][২]

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশের প্রথম টাকার নকশাকার"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. নিউজ, ব্যাংকিং (২০১৯-১১-২১)। "বাংলাদেশী টাকার সচিত্র ইতিহাস"Banking News Bangladesh :: A Platform for Bankers Community। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯ 
  3. নিউজ, ব্যাংকিং (২০১৯-১২-০৬)। "বাংলাদেশী কয়েনের সচিত্র ইতিহাস"Banking News Bangladesh :: A Platform for Bankers Community। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯ 
  4. "5 Taka, Bangladesh"en.numista.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯