বাংলাদেশী ১ টাকার নোট

বাংলাদেশী ১ টাকার নোট (৳১) হল ১০০ পয়সা সমন্বয়ে তৈরি একটি নোট। ১৯৭২ সালে প্রথম বাংলাদেশে এক টাকার নোট ইস্যু করা হয়। বর্তমানে এই নোটটি স্বল্পপ্রচলিত। এই নোটটি সর্বশেষ ১৯৭৯ সালে ইস্যু করা হয়। এক টাকার নোটটি দেশটির জাতীয় ব্যাংকের গভর্নরের নয় বরং অর্থ সচিবের স্বাক্ষরযুক্ত একটি নোট।[১]

এক টাকা
(বাংলাদেশ)
মূল্য
নিরাপত্তা বৈশিষ্ট্যজলছাপ
ছাপানোর বছর১৯৭২
সামনের দিক
নকশাজাতীয় ফুল শাপলা
নকশার তারিখ১৯৭৯
পিছের দিক
নকশা ৩টি হরিণের ছবি
নকশার তারিখ১৯৭৯

ইতিহাস

সম্পাদনা

এক টাকার নোট প্রথম ১৯৭২ সালের ৪ঠা মার্চ ইস্যু করা হয়। এই নোটে মানচিত্রের মধ্যে বিন্দুর মাধ্যমে রাজধানী ঢাকাকে দেখানো হয়েছে। বর্তমানে নোটটি অপ্রচলিত। ১৯৭৩ সালের ২রা মার্চ ইস্যু করা হয় পুনরায় এক টাকার নোট, যে নোটে বাংলাদের জাতীয় প্রতীক সংযোজন করা হয়। সামনে মুঠো ভর্তি ধানের শীষ ও পিছনে শাপলা প্রতীক রয়েছে। ১৯৭৩ সালের ১৮ই ডিসেম্বর পুনরায় এক টাকার নোট ইস্য করা হয়। যার সামনে মহিলার ধান ভানার চিত্র ও পিছনে মুঠো ভর্তি ধানের শীষ আর শাপলা। এই নোটটি ১৯৭৯ সাল পর্যন্ত চালু ছিল, বর্তমানে যা অপ্রচলিত। [২] ১৯৭৯ ৩রা সেপ্টম্বর সর্বশেষ এক টাকার নোট ইস্যু করা হয়।


বৈশিষ্ট্য

সম্পাদনা

সর্বশেষ ইস্যুকৃত নোটে বাঘের জলছাপ রয়েছে। সামনে জাতীয় ফুল শাপলা ও পিছনে ৩টি হরিণের ছবি রয়েছে।


আরো পড়ুন

সম্পাদনা


তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা