বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৬২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৭ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয়করণ করা হয়।[১]
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | শিক্ষার জন্য এসো, সেবার ব্রত নিয়ে ছড়িয়ে পড় |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
সেশন | জানুয়ারি–ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ইআইআইএন: ১০৪০৫৫ |
ইআইআইএন | ১০৪০৫৫ |
প্রধান শিক্ষক | মনোতোষ দাশ |
শ্রেণি | ৬ষ্ঠ–১০ম |
লিঙ্গ | বালিকা |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | bghs104055 |
ইতিহাস
সম্পাদনা১৯৬২ খ্রিষ্টাব্দে পটিয়ার অধিবাসী ও তৎকালীন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: বিমল কান্তি দাশ এবং এলাকার কিছু স্বনামধন্য শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যক্তি নারী শিক্ষার প্রসারের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[১] ২০১৭ খ্রিষ্টাব্দের ৩০ই আগস্ট বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "BANSKHALI GOVERNMENT GIRLS' HIGH SCHOOL"। bghs104055.edu.bd। ১৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২২।