বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা

বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা বা ইংরেজিতে ডায়াবেটিক কোমা হচ্ছে বহুমূত্ররোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হওয়া এক ধরনের সংজ্ঞাহীন বা অচেতন অবস্থা। এ ধরনের শারীরিক অবস্থায় জরুরী চিকিৎসা প্রদান করার প্রয়োজন।[১]

বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা
বিশেষত্বঅন্তঃক্ষরা গ্রন্থিবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

এখন পর্যন্ত তিন ধরনের ডায়াবেটিক কোমা নির্ণয় করা হয়েছে।

  1. বহুমূত্ররোগে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যাওয়া
  2. বহুমূত্রজনিত কিটোঅ্যাসিড আধিক্যের (সাধারণত টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে) অবস্থা এতোটাই মারাত্মক পর্যায়ে চলে যাওয়া যার ফলে রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায়, পানিশূন্যতা ও শক, এবং অবসন্নতার সংমিশ্রতায় রোগী অচেতন হয়ে পড়ে।
  3. হাইপারঅসমোলার ননকিটোটিক কোমা (সাধারণত টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে), যেক্ষেত্রে শরীরে শর্করার পরিমাণ ও পানিশূন্যতা এতোটাই বেড়ে যায় যে তাতে রোগী জ্ঞান হারিয়ে ফেলে।

চিকিৎসা

সম্পাদনা
  • গ্লুকোজের অভাবভিত্তিক বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: ইনসুলিনের নেতিবাচক প্রভাবগুলোকে ঠিক করতে সরাসরি রক্তে গ্লুকাগনপ্রদান করা। বা শর্করার পরিমাণ কমে গেলে সরাসরি রক্তে গ্লুকোজ প্রদান করা।
  • কিটোঅ্যাসিডোটিক বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: রক্তে তরল, ইনসুলিন এবং পটাশিয়াম এবং সোডিয়াম প্রদান করা।
  • হাইপারঅসমোলার বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: দ্রুততার সাথে রক্তে প্রচুর পরিমাণ তরল, ইনসুলিন, পটাশিয়াম এবং সোডিয়াম প্রদান করা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Richard S. Irwin; James M. Rippe (২০০৮)। Irwin and Rippe's intensive care medicine। Lippincott Williams & Wilkins। পৃষ্ঠা 1256–। আইএসবিএন 978-0-7817-9153-3। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা
শ্রেণীবিন্যাস