বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (ইংরেজি: Multilateral Investment Guarantee Agency; সংক্ষেপে MIGA) বা মিগা উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা ও ঋণ বর্ধণের নিশ্চয়তা প্রদান করে থাকে। এটি বিশ্ব ব্যাংক গ্রুপের পাঁচটি অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে একটি।[৩]
সংক্ষেপে | মিগা |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৮৮ |
ধরন | বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান |
উদ্দেশ্য | অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন[১] |
সদরদপ্তর | ১৮১৮ এইচ স্ট্রিট নর্থওয়েস্ট, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র[২] |
সদস্যপদ | ১৮২ দেশ |
ওয়েবসাইট | miga.org |
মিগার সদস্য সংখ্যা ১৮২ (উন্নয়নশীল দেশ ১৫৪টি ও শিল্পোন্নত দেশ ২৮টি)।[৪] সংস্থাটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি. সি অবস্থিত।
ইতিহাস
সম্পাদনা১৯৪৮ সালে মিগার ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নরর্স এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে মিগা কনভেনশন তৈরি করে। এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে মিগা প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Purpose of MIGA"। worldbank.org। ২০২৩-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১।
- ↑ "Headquarters"। www.miga.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১।
- ↑ "World Bank Group Members"। www.worldbank.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১।
- ↑ "Member States"। www.miga.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১।