বহুজন রিপাবলিকান একতা মঞ্চ

বহুজন রিপাবলিকান একতা মঞ্চ (বিআরইএম) হল ভারতের মহারাষ্ট্রের একটি আঞ্চলিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছেন সুলেখা কুম্ভরে।[১] এটি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল জোটকে (ইউপিএ) সমর্থন দিয়েছিল,[২] তবে আসন বণ্টন নিয়ে ইউপিএ নেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে মতপার্থক্যের কারণে ২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক জোটকেও সমর্থন দেয়।[৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sulekha Kumbhare raises Vidarbha pitch, may contest Nagpur Lok Sabha seat"Times of IndiaNagpur। ২১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫ 
  2. "Three Dalit parties extend support to Congress-NCP in Maharashtra; ex-Shiv Sena MLA joins Congress"Mid-DayMumbai। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫ 
  3. "Maharashtra polls: Dalit leader Sulekha Kumbhare announces support to BJP"The Economic Times। Nagpur। ২৮ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫