বল্লমকোন্ডা শ্রীনিবাস
ভারতীয় অভিনেতা
বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাস (সংক্ষেপে বল্লমকোন্ডা শ্রীনিবাস হিসেবেই বেশি পরিচিত) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, নৃত্য শিল্পী, ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের, লস এঞ্জেলসের 'লি স্ট্রেসবার্গ থিয়েটার' ও 'ফিল্ম ইন্সটিটিউট লস এঞ্জেলস' থেকে চলচ্চিত্রের উপর ডিগ্রি নেওয়ার আগে 'ভারতীয় বিদ্যা ভবন (জুবিলী হিল'স)' এ পড়াশোনা করেন। তিনি নৃত্য করতে ভালবাসেন এবং তিনি তার সাক্ষাৎকারে এটি অনেক উল্লেখ করেছেন। ২০১৪ সালে তার সামান্তা রুথ প্রভুর বিপরীতে আল্লুডু শ্রীনু চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক ঘটে।[১] তিনি তেলুগু চলচ্চিত্র প্রযোজক বল্লমকোন্ডা সুরেশের ছেলে। তিনি তার বাবার সঙ্গে রাভাসা চলচ্চিত্রের সহ-প্রযোজক ছিলে, যা ব্যবসায়িকভাবে সফল হয়নি।
বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাস | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা, প্রযোজক, নৃত্য শিল্পী ও মডেল |
কর্মজীবন | ২০১৪–বর্তমান |
পিতা-মাতা | বল্লমকোন্ডা সুরেশ |
প্রাথমিক জীবন
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। (February 2019) |
চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | আল্লুডু শ্রীনু | আল্লুডু শ্রীনু | ভি. ভি. বিনায়ক |
শ্রেষ্ঠ পুরুষ অভিষেক এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড – দক্ষিণ |
2016 | স্পিডুন্নডু | সোবহান | বিমানেনি শ্রীনিবাস রাও | সুন্দারাপন্ডিয়া এর পুনঃনির্মাণ |
২০১৭ | জয়া জোনাকি নায়ক | গগন | বয়াপতি শ্রীনু | |
২০১৮ | সাকশাম | বিশ্বা | শ্রীওয়াস | |
কাবাছাম | বিজয় | শ্রীনিবাস মমিলা | ||
২০১৯ | সিতা | রাগুরাম | তেজা | |
রাকশাসুদু | অরুণ কুমার | রমেশ বর্ম | ||
২০২০ | ধিরা | তেনালি রামকৃষ্ণ | অ্যানিমেটেড চলচ্চিত্র, কণ্ঠ দিয়েছেন | |
২০২১ | আল্লুডু আদুরাস | শ্রীনু | ||
ঘোষিত হবে | ছত্রপতি | শিবাজী / ছত্রপতি | বলিউড চলচ্চিত্রে অভিষেক | [২] |
ঘোষিত হবে | স্টুয়ার্টপুরাম ডোঙ্গা | ঘোষিত হবে | ঘোষিত | [৩] |
|}
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Tamannaah: Alludu Seenu is a fun-filled entertainer | Telugu Movie News. Times of India. Retrieved on 1 August 2018.
- ↑ K., Janani (১৬ জুলাই ২০২১)। "SS Rajamouli launches Bellamkonda Sreenivas's Chatrapathi Hindi remake"। India Today (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ "Bellamkonda Sai Sreenivas's new film title 'Stuartpuram Donga' announced - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৫।