বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৩টি জোনাল অফিস, ১টি সাব-জোনাল অফিস, ৩টি এরিয়া অফিস এবং ১৫টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রতিষ্ঠিত হয় ১৬ এপ্রিল ১৯৯০ সালে ।[১][২]

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১
বরিশাল পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৬ এপ্রিল ১৯৯০; ৩৪ বছর আগে (1990-04-16)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরবরিশাল জেলা
অবস্থান
  • বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, রূপাতলী, হাউজিং এস্টেট - ৮২০৭ বরিশাল জেলা
যে অঞ্চলে
বরিশাল জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটhttp://pbs1.barisal.gov.bd/

ইতিহাস সম্পাদনা

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধন পায় ১৬ এপ্রিল ১৯৯০ সালে এবং যাত্রা শুরু হয় ০১ সেপ্টেম্বর ১৯৯০ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা, ৪টি ইউনিয়ন, ২৫টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর রূপাতলী, হাউজিং এস্টেট - ৮২০৭, বরিশাল জেলায় অবস্থিত।[১]

জোনাল অফিসসমূহ সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • মুলাদি জোনাল অফিস
  • বাকেরগঞ্জ জোনাল অফিস,
  • মেহেন্দিগঞ্জ জোনাল অফিস।[১]

সাব-জোনাল অফিসসমূহ সম্পাদনা

  • হিজলা সাব জোনাল অফিস।[১]

এরিয়া অফিসসমূহ সম্পাদনা

০৩টি  : সাহেবের হাট, চরামদ্দি ও মেহেন্দিগঞ্জ।[১]

গ্রাহক সংখ্যা সম্পাদনা

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এর প্রায় ৩,২৬,১৮৭ জন গ্রাহক রয়েছে।[১]

অন্যান্য তথ্য সম্পাদনা

  • মোট আয়তন: ১৯১২ বর্গকিলোমিটার
  • সিষ্টেম লস: ৭.১৪%
  • উপকেন্দ্র: ১০টি
  • উপকেন্দ্রের ক্ষমতা: ১৩০ এমভিএ।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরিশাল"pbs1.barisal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০