বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট
বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউট। এটি বাংলাদেশের বনবিদ্যা শিক্ষার অগ্রগামী প্রতিষ্ঠান। পরে, ১৯৯৬ সালে এটির নামকরণ করা হয় ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। ইনস্টিটিউট ১৯৭৭-৭৮ সালে নতুন নিয়োগপ্রাপ্ত ACF (অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট) কে ইন-সার্ভিস ট্রেনিং (মাস্টার অফ ফরেস্ট্রি) ডিগ্রী প্রদান করা শুরু করে। ৪-বছরের B.Sc (অনার্স) কোর্স ১৯৭৮-৭৯ সালে বনবিদ্যায়, M.Sc. ১৯৯৬ সালে বনবিদ্যায়, B.Sc. (অনার্স) ২০০০-২০০১ সালে পরিবেশ বিজ্ঞানে এবং ২০০৪ সালে পরিবেশ বিজ্ঞানে M.Sc. [১]
![]() ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট, সিইউ | |
প্রতিষ্ঠিত | ১৯৭৬ |
---|---|
ডীন | মোহাম্মদ সাইফুল আলম |
অনুষদ | বিজ্ঞান অনুষদ |
স্বত্বাধিকারী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
অবস্থান | , , বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২°২৭′৪২″ উত্তর ৯১°৪৭′৪০″ পূর্ব / ২২.৪৬১৬৪৭৯° উত্তর ৯১.৭৯৪৪৯৫১° পূর্ব |
ওয়েবসাইট | www |
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Institute of Forestry and Environmental Sciences"। University of Chittagong। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |