বদরগঞ্জ সরকারি কলেজ

রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পৌর এলাকার একটি সরকারি কলেজ

বদরগঞ্জ সরকারি কলেজ রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পৌর এলাকার একটি সরকারি কলেজ[১][২]

বদরগঞ্জ সরকারি কলেজ
ধরনকলেজ
স্থাপিত১ জুলাই ১৯৬৭; ৫৬ বছর আগে (1967-07-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
অধ্যক্ষমুহা. মাজেদ আলী খান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৬ +২২=৫৮ জন
শিক্ষার্থী৭০০+ জন
ঠিকানা
চাদকুঠিরডাঙ্গা, বদরগঞ্জ উপজেলা
, ,
ইআইআইএন১২৭২৩৩, কলেজ কোড- ৫৫৫০, অনার্স কোড-৩২২১
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি,ও অন্যান্য

ইতিহাস সম্পাদনা

১ জুলাই ১৯৬৭ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেন। প্রথমে ইন্টার কলেজ হিসাবে যাত্রা শুরু হয়। পরে ডিগ্রী পাস কোর্স এবং অনার্স কোর্স চালু হয়।[৩] ২০১৮ সালে কলেজটি সরকারি হয়।[১] এমপিও কোড-৯১০১০৭৩২০১।

পোশাক সম্পাদনা

শিক্ষার স্তর সম্পাদনা

কলেজটিতে এইচএসসি স্তরে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা ও ডিগ্রী পর্যায়ে বিএ/বিএসএস, বি.কম, বিএসসি চালু আছে। অনার্স স্তরে বিষয় আছে-বাংলা ও ব্যবস্থাপনা ।[১]

সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা

কলেজের অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে গান, কবিতা আবৃতি, রচনা, ইসলামি সংগীত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল সম্পাদনা

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায় প্রতিবছর কলেজটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২১ সালে এইচএসসিতে ৯৯.৬৯% পাশ করে।[১]

ভবনের বিবরণ সম্পাদনা

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৪টি।
  3. মসজিদ ১টি

অন্যান্য সম্পাদনা

  1. বিজ্ঞানাগার ১টি
  2. কম্পিউটার ল্যাব ১টি
  3. পাঠাগার ১টি
  4. শিক্ষক কনফারেন্স রুম ১টি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Badarganj Government College (University) - Rangpur, Rangpur Division"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫ 
  2. "Badarganj Government College (University) - Rangpur, Rangpur Division"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫ 
  3. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনার্স কলেজের তালিকা সমুহ ২০২২"Daily Result BD (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫