বড় হলদেকুড়ালি

পাখির প্রজাতি

বড় হলদেকুড়ালি (বৈজ্ঞানিক নাম: Chrysophlegma flavinucha)[২] Picidae[৩][৪] গোত্রের অন্তর্গত Chrysophlegma গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পাখি

বড় হলদেকুড়ালি
Chrysophlegma flavinucha
উত্তরাখণ্ড, ভারতে বড় হলদেকুড়ালি (বৈজ্ঞানিক নাম: Chrysophlegma flavinucha)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Aves
বর্গ: Piciformes
পরিবার: Picidae
গণ: Chrysophlegma
প্রজাতি: flavinucha
দ্বিপদী নাম
Chrysophlegma flavinucha
Gould, 1834
প্রতিশব্দ

Picus flavinucha

বিবরণ সম্পাদনা

বড় হলদেকুড়ালি আকারে বড়; পলক জলপাই-সবুজ রঙের এবং গলার পালক হলুদ। পাখিটির বুকের পালক গাঢ় জলপাই-সবুজ। ঝুটি রং বাদামি। এদের ঠোঁট ও চোখের পাশ সাদা।

বিস্তৃতি সম্পাদনা

এই প্রজাতিটি উত্তর ও পূর্ব ভারত থেকে দক্ষিণ-পূর্ব চীন, ইন্দোচীন, হাইনান এবং সুমাত্রা থেকে পূর্ব এশিয়ার অঞ্চলসমুহে পাওয়া যায়। পাখিটি বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, খুলনার বনাঞ্চলে দেখা যায়।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশের অবস্থায় ন্যূনতম বিপদগ্রস্ত। পাখিটি হলুদ-গলা কাঠঠোকরা নামেও পরিচিত।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Picus flavinucha"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2012। সংগ্রহের তারিখ 24/10/2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Chrysophlegma flavinucha"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। সংগ্রহের তারিখ ২০১৪-১২-৩০ 
  3. Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D. (red.) (2011)। "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist."। Species 2000: Reading, UK.। সংগ্রহের তারিখ 24 september 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. ITIS: The Integrated Taxonomic Information System. Orrell T. (custodian), 2011-04-26