বড়শুল

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

বড়শুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তর মহকুমার বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।

বড়শুল
গ্রাম
বড়শুল
বড়শুল
বড়শুল পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বড়শুল
বড়শুল
বড়শুল ভারত-এ অবস্থিত
বড়শুল
বড়শুল
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত
স্থানাঙ্ক: ২৩°১১′১৯.০″ উত্তর ৮৭°৫৮′১২.৪″ পূর্ব / ২৩.১৮৮৬১১° উত্তর ৮৭.৯৭০১১১° পূর্ব / 23.188611; 87.970111
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব বর্ধমান
 • ক্রম৫,৪৮৩
ভাষাসমূহ
 • প্রাতিষ্ঠানিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭১৩১২৪
টেলিফোন/এসটিডি কোড০৩৪২
যানবাহন নিবন্ধনWB ৪১, WB৪২
লোকসভা নির্বাচনক্ষেত্রবর্ধমান-দুর্গাপুর
বিধানসভা নির্বাচনক্ষেত্রবর্ধমান উত্তর
ওয়েবসাইটpurbabardhaman.gov.in

ভূগোল সম্পাদনা

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তর মহকুমার শহর এবং নগরসমূহ
M: পৌরশহর/শহর, CT: জনগণনা শহর, R: গ্রামীণ/নগরকেন্দ্র, H: ঐতিহাসিক স্থান, W: নদী প্রকল্প, C: নৈপুণ্য কেন্দ্র
ছোট মানচিত্রে স্থানের সীমাবদ্ধতার কারণে বৃহত্তর মানচিত্রে প্রকৃত অবস্থানগুলি কিছুটা ভিন্ন হতে পারে

সমষ্টি উন্নয়ন ব্লক সম্পাদনা

বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দপ্তর বড়শুলে অবস্থিত।[১][২]

নগরায়ন সম্পাদনা

বর্ধমান সদর উত্তর মহকুমার ৭৩.৫৮% লোক গ্রামে বসবাস করে। মাত্র ২৬.৪২% লোক নগর এলাকায় বসবাস করে এবং এটি পূর্ব বর্ধমান জেলার চারটি মহকুমার মধ্যে নগর জনসংখ্যার সর্বোচ্চ অনুপাত।[৩] মানচিত্রটি মহকুমার কয়েকটি উল্লেখযোগ্য অবস্থান উপস্থাপন করে। মানচিত্রে চিহ্নিত সমস্ত স্থান বৃহত্তর পূর্ণ পর্দার মানচিত্রে লিঙ্কযুক্ত।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের জনগণনা ২০১১ অনুযায়ী বড়শুলের জনসংখ্যা ৫,৪৮৩ জন, যার মধ্যে পুরুষ ২,৭৯৬ জন (৫১%) এবং মহিলা ২,৬৮৭ জন (৪৯%)। ৬ বছরের নিচের শিশু ৪৮৯ জন। সাক্ষর লোকের সংখ্যা ৪,১৪১ জন (৭৭.২৬%, ন্যূনতম ৬ বছরের বেশি জনসংখ্যার হিসাবে)।[৪]

বিখ্যাত সম্পাদনা

বড়শুল ছিল বিধান চন্দ্র রায়ের স্বপ্নের গ্রাম।[তথ্যসূত্র প্রয়োজন] এটি দামোদর নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি সংস্কৃতি এবং শিক্ষা সমাজে সমৃদ্ধ।

বড়শুল দুর্গাপূজার জন্য বিখ্যাত - ১০টিরও বেশি বারোয়ারি পুজো এবং জমিদার পরিবার পূজা। শতাব্দী প্রাচীন দে জমিদার বাড়ি এই গ্রামের ঐতিহ্য। এই বাড়ির একটি ব্যক্তিগত জাদুঘরও রয়েছে।

সংস্কৃতি সম্পাদনা

বাংলা জ্যৈষ্ঠ মাসে বড়শুল ধর্মশিলা (ধর্মঠাকুর) মন্দিরে চার দিন ব্যাপী গাজন উৎসব পালিত হয়।[৫]

ডেভিড জে ম্যাককাচিয়ন বড়শুলের কৃষ্ণ-বালারামার চরচালা ডলমঞ্চের সমৃদ্ধ পোড়ামাটির সজ্জা হিসাবে উল্লেখ করেছেন।[৬]

স্বাস্থ্যসেবা সম্পাদনা

বড়শুলের ১০ শয্যাবিশিষ্ট বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন ব্লকের প্রধান চিকিৎসা কেন্দ্র। এছাড়া বামচণ্ডিপুর (ডাকঘর: জাতেরাম) এ ২ শয্যাবিশিষ্ট এবং কাশিয়ারা (ডাকঘর: হাটগোবিন্দপুর) এ ৪ শয্যাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।[৭] ২০১২ সালে, বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা প্রতি মাসে গড় রোগীর সংখ্যা ছিল ৭,৯৭৫ জন এবং প্রতি মাসে গড়ে ভর্তি ছিল ৩৭ জন। ঐ বছরে জরুরী ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৯৭ জন।[৮]

আরও দেখুন - পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জেলা আদমশুমারির পুস্তক: বর্ধমান" (পিডিএফ)সমষ্টি উন্নয়ন ব্লক ও পুলিশি থানাসহ বর্ধমানের মানচিত্র (৪র্থ পৃষ্ঠা)। আদমশুমারি পরিচালনা অধিদপ্তর, পশ্চিমবঙ্গ, ২০১১। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  2. "বর্ধমান জেলার অন্তর্গত বিডিও অফিসসমূহt"গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক। ৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  3. "জেলা পরিসংখ্যানের পুস্তক ২০১৪: বর্ধমান"তালিকা ২.২। পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  4. "২০১১ জনগণনা – প্রাথমিক জনগণনার বিমূর্ত তথ্য তালিকা"পশ্চিমবঙ্গ – জেলাভিত্তিক। রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার, ভারত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  5. চট্টোপাধ্যায়, অক্ষরী, বর্ধমান জেলার ইতিহাস ও লোক-সংস্কৃতি, (বাংলা), ২য় খণ্ড, পৃষ্ঠা ৫৯০, র‌্যাডিক্যাল ইমপ্রেশন, কলকাতা. আইএসবিএন ৮১-৮৫৪৫৯-৩৬-৩
  6. ম্যাককাচিয়ন, ডেভিড জে, Late Mediaeval Temples of Bengal, প্রথম প্রকাশ ১৯৭২, পুনর্মুদ্রণ ২০১৭, পৃষ্ঠা ৭৫. এশিয়াটিক সোসাইটি, কলকাতা, আইএসবিএন  ৯৭৮-৯৩-৮১৫৭৪-৬৫-২
  7. "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ"স্বাস্থ্য পরিসংখ্যান। পশ্চিমবঙ্গ সরকার। ২৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  8. "২০১২ সালে পশ্চিমবঙ্গের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (বিপিএইচসি) সমূহের কর্মকাণ্ড (জানুয়ারি থেকে ডিসেম্বর)" (পিডিএফ)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯