ফ্রোজেন আমেরিকান সঙ্গীত শিল্পী ম্যাডোনা-এর সপ্তম অ্যালবাম রে অব লাইট-এর একটি গান। এই গানটি ২৩শে ফেব্রুয়ারি ১৯৯৮ মুক্তি পায়। মুক্তির পরে গানটি নিয়ে সঙ্গীত সমালোচকরা অনেক সমালোচনা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই গানটি প্রশংসিত হয়েছে। গানটি বাণিজ্যিকভাবেও অনেক সাফল্য লাভ করেছে।

"ফ্রোজেন"
ম্যাডোনা এর একক
রে অব লাইট অ্যালবাম থেকে
বি-সাইডশান্তি/আশতাঙ্গি
মুক্তি২৩ ফেব্রুয়ারি ১৯৯৮
ফরম্যাট
  • সিডি
  • ক্যাসেট
  • ৭"
  • ১২"
ধরনইলেক্ট্রনিকা
সময়৬:১২
লেবেল
  • Maverick
  • ওয়ার্নার ব্রোস.
ম্যাডোনা একক কালানুক্রম
অ্যানাদার স্যুটকেস ইন অ্যানাদার হল
(১৯৯৭)
ফ্রোজেন
(১৯৯৮)
রে অব লাইট
(১৯৯৮)

রচনা এবং ইতিহাস

সম্পাদনা

ফ্রোজেন গানটি ম্যাডোনা তার সহযোগীদের সাথে যৌথভাবে লিখেছেন। গানটি ধারণ করা হয় ১৯৯৮ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায়।[১] তবে গানটি মুক্তি পায় ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে। কিন্তু মুক্তির এক মাস আগেই গানটির একটি অসম্পূর্ণ এবং অমিমাংসিত ভিডিও ইন্টারনেটে বের হয়ে যায়।[২] ম্যাডোনা গানটি অনেক স্থানে সরাসরি অভিনয়ও করেছেন। তিনি সর্বপ্রথম ফ্রোজেন গানটি সরাসরি অভিনয় করেন সান রিমো মিউজিক ফেস্টিবলে ১৯৯৮ সালের জানুয়ারিতে, গানটি মুক্তি পাওয়ার আগেই।[৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'ফ্রোজেন' ভিডিও শ্যুট"আইকন: প্রতিষ্ঠানিক ম্যাডোনা ওয়েবসাইট। ম্যাডোনা.কম। জানুয়ারি ৭, ২০১৩। 
  2. Madonna Illegally 'Frozen' On The Web
  3. "Madonna performs at the San Rero Music Festival"আইকন: ম্যাডোনা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। ম্যাডোনা.কম। জানুয়ারি ১৯৯৮।