ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ

সুইডেনের ৩২তম প্রধানমন্ত্রী
(ফ্রেদ্রিক র‌্যাইনফেল্‌ৎ থেকে পুনর্নির্দেশিত)

ইয়ন্‌ ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ (সুইডিশ John Fredrik Reinfeldt) (জন্ম আগস্ট ৪, ১৯৬৫ ওস্তেরহানিঙে) হলেন সুইডিশ অর্থনীতিবিদ, অধ্যাপক ও সাবেক রাজনীতিবিদ। তিনি ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত সুইডেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সুযইডিশ রাজনীতিক দল মুদেরাতা সামলিংস্পাটিয়েতের সভাপতি ছিলেন।

ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ
Fredrik Reinfeldt
২০১৪ সালে জুলাইয়ে রাইনফেল্‌ৎ
সুইডেনের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৬ অক্টোবর ২০০৬ – ৩ অক্টোবর ২০১৪
সার্বভৌম শাসককার্ল ষোড়শ গুস্তাফ
ডেপুটিMaud Olofsson
Jan Björklund
পূর্বসূরীজোরান পের্শোন
উত্তরসূরীস্টেফান লোফভেন
বিরোধী দলের নেতা
কাজের মেয়াদ
৩ অক্টোবর ২০১৪ – ১০ জানুয়ারি ২০১৫
পূর্বসূরীস্টেফান লোফভেন
উত্তরসূরীআন্না কিনবের্গ বাত্রা
মুদেরাতা সামলিংস্পাটিয়েতের নেতা
কাজের মেয়াদ
২৫ অক্টোবর ২০০৩ – ১০ জানুয়ারি ২০১৫
ডেপুটিগুনিলা কার্লসন
পূর্বসূরীবো লুন্ডগ্রেন
উত্তরসূরীআন্না কিনবের্গ বাত্রা
ব্যক্তিগত বিবরণ
জন্মইয়ন্‌ ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ
(1965-08-04) ৪ আগস্ট ১৯৬৫ (বয়স ৫৮)
ওস্তেরহানিঙে, সুইডেন
রাজনৈতিক দলমুদেরাতা সামলিংস্পাটিয়েৎ
দাম্পত্য সঙ্গীফিলিপ্পা হোমবের্গ (১৯৯২–২০১৩)
ঘরোয়া সঙ্গীরোবের্তা আলেনিউস (২০১৫– )
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীস্টকহোম বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর

স্টকহোম কাউন্টিতে জন্মগ্রহণকারী রাইনফেল্‌ৎ ১৯৮৩ সালে মুদেরাতা যুব দলে যোগদান করেন এবং ১৯৯২ সালে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন এবং ১৯৯৫ সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। তিনি ১৯৯১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তার নিজ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২৫শে অক্টোবর বো লুন্ডগ্রেনের পর রাইনফেল্‌ৎ দলের প্রধান নেতা নির্বাচিত হন। তার নেতৃত্বে মুদেরাতা দল তাদের কৌশল পরিবর্তন করে এবং কেন্দ্রীয়ভাবে নিজেদের পরিচিতি বৃদ্ধি করে, এবং নিজেদের "নব্য মডারেট" বলে ব্র্যান্ডিং করে।

২০০৬ সালের ৬ই অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রাইনফেল্‌ৎ সুইডেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৪১ বছর বয়সে তিনি সুইডেনের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

বহিঃসংযোগ সম্পাদনা