ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড

মার্কিন সাংবাদিক

ফ্রান্সেস স্কট "স্কটি" ফিট্‌জেরাল্ড (ইংরেজি: Frances Scott "Scottie" Fitzgerald; জন্ম: ২৬ অক্টোবর ১৯২১ - ১৮ জুন ১৯৮৬) ছিলেন একজন মার্কিন লেখিকা, সাংবাদিক ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্কার, দ্য নর্দার্ন ভার্জিনিয়া সান ও অন্যান্য সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড
Frances Scott Fitzgerald
জন্ম(১৯২১-১০-২৬)২৬ অক্টোবর ১৯২১
মৃত্যু১৮ জুন ১৯৮৬(1986-06-18) (বয়স ৬৪)
মন্টগামারি, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিসেন্ট ম্যারিস ক্যাথলিক সেমেটারি
জাতীয়তামার্কিন
পেশাসাংবাদিক, লেখিকা
দাম্পত্য সঙ্গীজেক ল্যানাহান
গ্রোভ স্মিথ
পিতা-মাতা

তিনি কথাসাহিত্যিক দম্পতি এফ. স্কট ফিট্‌জেরাল্ডজেল্ডা ফিট্‌জেরাল্ডের কন্যা। ১৯৯২ সালে অ্যালাবামা উইমেন্‌স হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[] ১৯৯৫ সালে তার সন্তান এলিনর "ববি" ল্যানাহান তার জীবনী, স্কটি: দ্য ডটার অব ... দ্য লাইফ অব ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড ল্যানাহান স্মিথ, প্রকাশ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Alabama Women's Hall of Fame - Past Inductees"। অ্যালাবামা উইমেন্‌স হল অব ফেম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 
  2. জুলিয়া ভ্যান, ডেভেলডার (৩১ মে ২০১৭)। "The Daughter of… - The Frances "Scottie" Fitzgerald Lanaham Smith Papers"ভাসার কলেজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা