ফ্রান্সিস্কো দে মিরান্ডা

(ফ্রান্সিস্কো দ্য মিরান্ডা থেকে পুনর্নির্দেশিত)

সেবাস্তিয়ান ফ্রান্সিস্কো দে মিরান্ডা ওয়াই রড্রিগুয়েজ দ্য এস্পিনোজা (স্পেনীয়: Francisco de Miranda; জন্ম: ২৮ মার্চ, ১৭৫০ - মৃত্যু: ১৪ জুলাই, ১৮১৬) ভেনেজুয়েলীয় প্রদেশের কারাকাসে জন্মগ্রহণকারী বিখ্যাত ভেনেজুয়েলীয় বিপ্লবী ছিলেন। সচরাচর তিনি ফ্রান্সিস্কো দে মিরান্ডা (স্পেনীয় উচ্চারণ: [fɾanˈsisko ðe miˈɾanda]) নামে পরিচিতি পেয়ে আসছেন। যদিও তার নিজস্ব পরিকল্পনায় স্পেনীয় আমেরিকান উপনিবেশের স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, তবুও তিনি স্পেনীয় আমেরিকান যুদ্ধে দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চল অধিকারে সফলকাম সিমন বলিভারের সহযোদ্ধা হিসেবে পরিচিত হয়ে আছেন।

ফ্রান্সিস্কো দে মিরান্ডা
মার্টিন তোভার ওয়াই তোভার কর্তৃক অঙ্কিত প্রতিকৃতি
ভেনেজুয়েলার সুপ্রিম চিফ
কাজের মেয়াদ
২৫ এপ্রিল, ১৮১২ – ২৬ জুন, ১৮১৩
পূর্বসূরীফ্রান্সিস্কো এস্পেজো
উত্তরসূরীসিমন বলিভার
(ভেনেজুয়েলা দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি)
ব্যক্তিগত বিবরণ
জন্মসেবাস্তিয়ান ফ্রান্সিস্কো দে মিরান্ডা ওয়াই রড্রিগুয়েজ দ্য এস্পিনোজা
(১৭৫০-০৩-২৮)২৮ মার্চ ১৭৫০
কারাকাস, ভেনেজুয়েলা
মৃত্যু১৪ জুলাই ১৮১৬(1816-07-14) (বয়স ৬৬)
কাদিজ, স্পেন
জাতীয়তাভেনেজুয়েলীয়
জীবিকাসামরিকবাহিনী
সামরিক পরিষেবা
ডাকনামদ্য প্রিকারসর
দ্য ফার্স্ট ভেনেজুয়েলিয়ান ইউনিভার্সাল
দ্য গ্রেট আমেরিকান ইউনিভার্সাল
আনুগত্যটেমপ্লেট:দেশের উপাত্ত Kingdom of Spain
 Kingdom of France
 ভেনেজুয়েলা
 মার্কিন যুক্তরাষ্ট্র
 রাশিয়া
কাজের মেয়াদ১৭৭১-১৮১২
পদজেনারেলিসিমস
যুদ্ধআমেরিকার স্বাধীনতা যুদ্ধ
ফরাসি বিপ্লব
মেলিলা অবরোধ
ভেনেজুয়েলার স্বাধীনতার যুদ্ধ

মিরান্ডা আবেগঘন ও রোমাঞ্চকর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। আদর্শবাদী হিসেবে তিনি সকল স্পেনীয় আমেরিকাকে স্বাধীন ও একীভূত করতে চেয়েছিলেন। কিন্তু তার নিজস্ব সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করলে ১৮১২ সালে স্বাধীন স্পেনীয় আমেরিকান রাষ্ট্র গঠনের স্বপ্ন ভেঙ্গে যায়। তিনি তার শত্রুদের কাছে ধৃত হন। চার বছর পর ১৮১৬ সালে স্পেনের কারাগারে তার দেহাবসান ঘটে। স্মরণীয় যে, তার মৃত্যুর চৌদ্দ বছরের মধ্যে অধিকাংশ স্পেনীয় আমেরিকান উপনিবেশ স্বাধীনতা লাভ করেছিল।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

৫ এপ্রিল, ১৭৫০ তারিখে তার বাপ্তিস্মা ঘটে। বাবা সেবাস্তিয়ান দ্য মিরান্ডা রাভেলো কানারি দ্বীপপুঞ্জ থেকে অভিবাসিত হয়ে এখানে নিবাস গড়ে সফলকাম হন ও ধনী ব্যবসায়ীতে পরিণত হন। এছাড়াও তার মা ফ্রান্সিস্কা অ্যান্টোনিয়া রড্রিগুয়েজ দে এস্পিনোজা সম্পদশালীনী ভেনেজুয়েলীয় ছিলেন।[১]

 
কারাকাসে ফ্রান্সিস্কো দ্য মিরান্ডার প্রতিমূর্তি।

প্রাচুর্যময় পরিবেশে শৈশবকাল অতিবাহিত করেন ও সর্বাপেক্ষা সেরা ব্যক্তিমালিকানাধীন বিদ্যালয়গুলোয় অধ্যয়ন করেন। তাস্বত্ত্বেও মিরান্ডা অভিজাত সমাজের সদস্য হতে পারেননি। কানারীয় বংশোদ্ভূত হবার ফলে তিনি বেশ বর্ণবৈষম্যের শিকার হন। বংশধারা নিয়ে ক্রাইলিও অভিজাত সমাজে তার অন্তর্ভূক্তি ক্রমাগত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। মিরান্ডার বাবা সেবাস্তিয়ান সর্বদাই পরিবারের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন। পাশাপাশি সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

শিক্ষাজীবন সম্পাদনা

জেসুইটস, জর্জ লিন্দো ও জুয়ান সান্তায়েলার কাছ থেকে শিক্ষালাভ করেন। পরবর্তীতে সান্তা রোজা একাডেমিতে ভর্তি হন।[১] ১০ জানুয়ারি, ১৭৬২ তারিখে কারাকাসের রয়্যাল এন্ড পন্টিফিকাল বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করেন। সেখানে তিনি লাতিন, নেব্রিজার প্রারম্ভিক ব্যাকরণ ও রিপাল্দার কেটিবাদ বিষয়ে দুই বছর অধ্যয়ন করেন। সেপ্টেম্বর, ১৭৬৪ সালে মিরান্ডা তার প্রিলিমিনারী কোর্স সম্পন্ন করেন ও উপরের শ্রেণীতে অধ্যয়নের সুযোগ লাভে সক্ষম হন। ১৭৬৪ থেকে ১৭৬৬ পর্যন্ত মিরান্ডা পড়াশোনা চালিয়ে যান। সিসারোভার্জিলের লেখার ধরন, ব্যাকরণ, ইতিহাস, ধর্ম, ভূগোল এবং গণিত বিষয়ে অধ্যয়ন করেন তিনি।[১]

জুন, ১৭৬৭ সালে মিরান্ডা মানবিক বিভাগে ব্যাকালরেট ডিগ্রী লাভ করেন।[১] এটি অজানাই রয়েছে যে, যদি মিরান্ডা ডক্টর উপাধি পান তাহলে এর স্বপক্ষে একমাত্র প্রামাণ্য দলিল হচ্ছে তার ব্যক্তিগত সনদ যা তিনি ১৭৬৭ সালে লাভ করেছিলেন। সে হিসেবে তার বয়স ছিল ১৭ বছর।

১৭৬৭ সালের শুরুতে কারাকাস সমাজে পিতার প্রাধান্যতার কারণে মিরান্ডার পড়াশোনায় ব্যাঘাতের সৃষ্টি করে। ১৭৬৪ সালে সেবাস্তিয়ান দ্য মিরান্ডা গভর্নর হোস দ্য সোলানো ওয়াই বোতে কর্তৃক স্থানীয় আধা-সামরিক বাহিনী হিসেবে পরিচিত হোয়াইট ক্যানারি কোম্পানির ক্যাপ্টেন মনোনীত হন।

বৈশ্বিক ভ্রমণ সম্পাদনা

১৭৭০ সালে সেবাস্তিয়ানের পদবী ও সামাজিক মর্যাদা তৃতীয় চার্লস কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।[২] পিতার আইনি বিজয়ে র পর স্পেনে নতুন জীবন আস্বাদনকল্পে মিরান্ডা কারাকাস ত্যাগ করেন। ২৫ জানুয়ারি, ১৭৭১ তারিখে লা গুয়াইরা বন্দর থেকে সুইডীয় ফ্রিগেট প্রিন্স ফ্রেদেরিকে চড়ে স্পেনের কাদিজের উদ্দেশ্যে রওয়ানা দেন।[১]

১৭৭১ সালে মিরান্ডা বৈশ্বিক ভ্রমণে বের হন যা তার জীবনের অধিকাংশ সময়েই জড়িত ছিল। তার অভিজ্ঞতালব্ধ ঐ সময়কার জ্ঞান নিজ সংবাদপত্রে তুলে ধরতেন যা ৬৩ খণ্ডে বিভক্ত ছিল। আমেরিকান, ফরাসি বিপ্লবস্পেনীয় আমেরিকান - এ তিনটি বৃহৎ, ঐতিহাসিক ও রাজনৈতিক আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে রাখেন।

 

১ মার্চ, ১৭৭১ তারিখে কাদিজ বন্দরে অবতরণ করেন ও দূর সম্পর্কের আত্মীয় হোস ডআনিনোর কাছে অল্পকিছু দিন অতিবাহিত করেন।[১] দুই সপ্তাহ পরই কাদিজ ছেড়ে মাদ্রিদের উদ্দেশ্যে পাড়ি জমান মিরান্ডা।[২] মাদ্রিদে মিরান্ডা তার অর্জিত শিক্ষাকে কাজে লাগান বিশেষ করে আধুনিক ভাষাকে। ফলশ্রুতিতে কর্তৃপক্ষ তাকে ইউরোপের সর্বত্র ভ্রমণের অনুমতি প্রদান করে।[১] লাতিন আমেরিকানদের একতা ধারণা পোষন করে ভ্রমণ করতে থাকেন। আমেরিকা, ইউরোপ ও আফ্রিকায় সাহসের সাথে যুদ্ধ করেন। এ সময়ে তিনি বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে পরিচিত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Racine, Karen. Francisco de Miranda: A Transatlantic Life in the Age of Revolution Scholarly Resources Inc, Wilmington, DE, 2003
  2. Thorning, Joseph F. Miranda: World Citizen. University of Florida Press, Gainesville, FL, 1952

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  •   এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।  It cites the following references:
    • Biggs, James. History of Miranda's Attempt in South America, London, 1809.
    • The Marqués de Rojas, El General Miranda, Paris, 1884.
    • The Marqués de Rojas Miranda dans la révolution française, Carácas, 1889.
    • Robertson, W. S. Francisco de Miranda and the Revolutionizing of Spanish America, Washington, 1909.

আরও পড়ুন সম্পাদনা

  • Chavez, Thomas E. Spain and the Independence of the United States: An Intrinsic Gift. University of New Mexico Press, 2003.
  • Chirinos, Juan Carlos. Miranda, el nómada sentimental. Editorial Norma, Caracas, 2006.
  • Harvey, Robert. "Liberators: Latin America`s Struggle For Independence, 1810-1830". John Murray, London (2000). আইএসবিএন ০-৭১৯৫-৫৫৬৬-৩
  • Miranda, Francisco de. (Judson P. Wood, translator. John S. Ezell, ed.) The New Democracy in America: Travels of Francisco de Miranda in the United States, 1783–84. Norman: University of Oklahoma Press, 1963.
  • Racine, Karen. Francisco De Miranda: A Transatlantic Life in the Age of Revolution. Wilmington, Del: SR Books, 2003. আইএসবিএন ০৮৪২০২৯০৯৫
  • Robertson, William S. "Francisco de Miranda and the Revolutionizing of Spanish America" in Annual Report of the American Historical Association for the Year 1907, Vol. 1. Washington: Government Printing Office, 1908. 189–539.
  • Robertson, William S. Life of Miranda, 2 vols. Chapel Hill: University of North Carolina Press, 1929.
  • Smith, Denis, "General Miranda's Wars: Turmoil and Revolt in Spanish America, 1750-1816," Toronto, Bev Editions (e-book), 2013.
  • Thorning, Joseph F. Miranda: World Citizen. Gainesville: University of Florida Press, 1952.
  • Moisei Alperovich . "Francisco de Miranda y Rusia", V Centenario del descubrimiento de América: encuentro de culturas y continentes. Editorial Progreso, (Moscu), shortened version in Spanish, (1989), ISBN 000-0000000000, Edit. Progreso, URSS, 380 pages. Russian Version : unabridged, (1986).

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:VEpresidents