ফ্রান্সিস্কো গার্সিয়া তোরেস

স্পেনীয় ফুটবলার

ফ্রান্সিস্কো হোসে গার্সিয়া তোরেস (স্পেনীয়: Fran García; জন্ম: ১৪ আগস্ট ১৯৯৯; ফ্রান গার্সিয়া নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফ্রান গার্সিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো হোসে গার্সিয়া তোরেস
জন্ম (1999-08-14) ১৪ আগস্ট ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান বোলানিয়োস দে কালাত্রাভা, স্পেন
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৬, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, গার্সিয়া স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ফ্রান্সিস্কো হোসে গার্সিয়া তোরেস ১৯৯৯ সালের ১৪ই আগস্ট তারিখে স্পেনের বোলানিয়োস দে কালাত্রাভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

গার্সিয়া স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৮, স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২০ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ৯ই ডিসেম্বর তারিখে তিনি প্রীতি ম্যাচে তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fran García traspasa fronteras: el lateral del Castilla del que hablan en Italia" [Fran García cross borders: the full back of Castilla that they talk about in Italy] (স্পেনীয় ভাষায়)। El Español। ২৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2523732

বহিঃসংযোগ সম্পাদনা