ফেভিকল হল ভারতীয় কোম্পানী পিডিলাইট ইণ্ড্ৰাষ্ট্ৰীজ লিমিটেড দ্বারা উৎপাদিত আঠা'র একটা ব্রান্ড।

ফেবিকল
পণ্যের ধরনআঠা
মালিকপিডিলাইট ইণ্ড্ৰাষ্ট্ৰীজ লিমিটেড
উৎপাদনকারীপিডিলাইট ইণ্ড্ৰাষ্ট্ৰীজ লিমিটেড
দেশভারত
প্রবর্তন১৯৫৯
সম্পর্কিত মার্কাফেবিকুইক, ড. ফিক্সিট
বাজারভারত, আমেরিকা, ব্ৰাজিল, থাইল্যান্ড, ইজিপ্ট, বাংলাদেশ, দুবাই[১]
ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন
ওয়েবসাইটfevicol.in

ইতিহাস সম্পাদনা

১৯৫৪ সালে বলবন্ত পারেখ ও সুশীল পারেখ একটা ছোট ব্যবসায় আরম্ভ করেন। ৫ বছর পরে ১৯৫৯ সালে, তারা জন্তুর থেকে প্ৰস্তুত করা আঠারো একটা সাংশ্লেষিক বিকল্প শুরু করেন। তারা এই বস্তুটির নাম দেন 'ফেবিকল'। ১৯৬৩ সালে কনদিবিটা গ্রামে, মুম্বাইতে ফেবিকলের প্ৰথম উদ্যোগটির স্থাপনা হয়। এখানেই বৰ্তমান ফেবিকলের মুখ্য কাৰ্যালয় আছে। ১৯৯৭ সালে ফেবিকল দূরদৰ্শনে প্ৰথম বিজ্ঞাপন দেয়। ২০০৪ সালে ফেবিকল ফেবিকল মেরাইন বলে বাজারে একটা উপ-ব্রান্ড চালু করেন।[৩]

তথ্যসূত্ৰ সম্পাদনা

  1. "Balvant Parekh"Forbes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮ 
  2. "WIPO Global Brand Database"Wipo.int (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯