ফুলের গন্ধে ঘুম আসে না
হুমায়ুন আজাদ রচিত কিশোর সাহিত্য
(ফুলের গন্ধে ঘুম আসেনা থেকে পুনর্নির্দেশিত)
ফুলের গন্ধে ঘুম আসে না হচ্ছে ১৯৮৫ সালে প্রকাশিত হুমায়ুন আজাদ লিখিত একটি কিশোর সাহিত্য। হুমায়ুন আজাদ তার নিজের মেয়ে মৌলীকে এই বই উৎসর্গ করে লিখেছিলেন এবং বইটি আজাদের নিজের রাড়িখাল গ্রামের জীবন নিয়েই লিখিত ছিলো।
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | গ্রাম জীবন |
ধরন | কিশোর সাহিত্য |
প্রকাশিত | ১৯৮৫ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
আইএসবিএন | ৯৮৭৯৮৪৪০১৪৯৩২ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ |
অধ্যায়সমূহ
সম্পাদনা- ফুলের গন্ধ
- পুকুরে প্রদীপ জ্বলে
- খেজুর ডালে সাদা বেলুন
- দুই ভাই
- যে দিন পুকুরে মানুষ নামে
- টিনের চালে বৃষ্টির শব্দ
- খেজুর ডালের ঘোড়া
- মধুর মতো ভাত
- পদ্মার রূপালি শস্য
- বিলের ধারে প্যারিস শহর
- দুপুরে দীর্ঘশ্বাস
- মেলা মেলা মেলা
- সুখ আর শোকের কবিতা
- ঐ বাড়িটা কার
- সবচেয়ে যে ছোটো পিড়িখানি
- গ্রামের মৃত্যু
- আমি ডাক পাড়ি