ফুলবাহার বিবি (জন্ম: ১৯১৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

ফুলবাহার বিবি
জন্ম১৯১৬
মৃত্যু
(বর্তমান ভারত ভারত)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
আত্মীয়তমিজুদ্দীন (ভাই)

রাজনৈতিক জীবন সম্পাদনা

বড়ভাই তমিজুদ্দীন জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং আইনমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ১৯২৯ এ গ্রেফতার হয়েছিলেন। কিছুদিন কারবাসও করেছিলেন। বড় ভায়ের কাছ থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের দীক্ষা নিয়েছিলেন। তার পরেই শুরু হয়েছিল তাঁর অভিযান। পাইকপাড়ার কিরণ রূদ্রের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। পরে ১৯৩২ সালে গ্রেফতার হলে ছয় মাসের কারারুদ্ধ হন। তাঁকেও ঢাকা ও বহরমপুর জেলে ঘোরানো হয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে কংগ্রেসের গঠণমূলক কাজে যোগ দিয়েছিলেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩৭। আইএসবিএন 978-81-85459-82-0 
  2. ঘোষ, লিপিকা (২০২১-০৯-৭)। "স্বাধীনতা সংগ্রামে বাংলার নারীরা"অন্য স্বর। পশ্চিমবঙ্গ। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)