ফুলতি গিদালি

ভারতীয় গায়িকা

ফুলতি গিদালি (১৯১১ - ২০১৯) একজন ভারতীয় লোকসঙ্গীত শিল্পী ছিলেন। তিনি "ষাইটোল সম্রাজ্ঞী" নামে পরিচিত ছিলেন।[১][২]

ফুলতি গিদালি
জন্ম১৯১১
মৃত্যু২২ আগস্ট ২০১৯
জাতীয়তাভারতীয়
পেশালোকসঙ্গীত শিল্পী
পুরস্কারএকাডেমি পুরস্কার (২০১০)
বঙ্গরত্ন (২০১৩)

জীবনী সম্পাদনা

ফুলতি গিদালি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।[১][২] তিনি "ষাইটোল" (ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার এক ধরনের লোকসঙ্গীত) গাইতেন। ষাইটোল গানে তার অবদানের জন্য ২০১০ সালে তাকে একাডেমি পুরস্কার প্রদান করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়[১][২] এরপর ২০১৩ সালে তাকে বঙ্গরত্ন পুরস্কার প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার[১][২] তিনি ২০১৯ সালের ২২ আগস্ট ১০৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রয়াত হলেন বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি"খবরিয়া ২৪। ২২ আগস্ট ২০১৯। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  2. "প্রয়াত কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি"ইটিভি ভারত। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]