ফুটবল ক্লাব লাহতি
ফুটবল ক্লাব লাহতি (ইংরেজি: Football Club Lahti; এছাড়াও এফসি লাহতি নামে পরিচিত) হচ্ছে লাহতি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি লাহতি তাদের সকল হোম ম্যাচ লাহতির লাহদেন স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৪,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইলির জেনেলি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মিকা হালতুনেন। ফিনীয় রক্ষণভাগের খেলোয়াড় কারি আর্কিভু এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | |||
পূর্ণ নাম | ফুটবল ক্লাব লাহতি[১][২] | ||
---|---|---|---|
ডাকনাম | মুস্তাত কুহনুরিত (কালো ড্রোন) | ||
প্রতিষ্ঠিত | ১৯৯৬ | ||
মাঠ | লাহদেন স্তাদিওন | ||
ধারণক্ষমতা | ১৪,৫০০ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ভেইক্কাউসলিগা | ||
২০১৯ | ৮ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, এফসি লাহতি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলো ফিনীয় কাপ শিরোপা।
অর্জনসম্পাদনা
- ফিনীয় লীগ কাপ (৩):
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "FC Lahti Profile"। Worldfootball.net। HEIM:SPIEL Medien GmbH & Co. KG। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Football Club Lahti"। Fussball.com। Active Agent AG। ১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ফিনীয়)