ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া

ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া (ইউক্রেনীয় উচ্চারণ: [ˈwɔrsklɐ polˈtɑwɐ], ইউক্রেনীয়: ФК «Во́рскла» Полта́ва; এছাড়াও এফসি ভর্সক্লা পলতাওয়া, ভর্সক্লা পলতাওয়া অথবা শুধুমাত্র ভর্সক্লা নামে পরিচিত) হচ্ছে পলতাওয়া ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৫৪ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভর্সক্লা পলতাওয়া তাদের সকল হোম ম্যাচ পলতাওয়ার বুতোভস্কি ভর্সক্লা স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৪,৭৯৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুরি মাকসিমভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রোমান চেরনিয়াক। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভলদিমির চেসনাকভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ভর্সক্লা পলতাওয়া
পূর্ণ নামফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া
ডাকনামজেলেনো-বিলি (সউজ-সাদা)
প্রতিষ্ঠিত৩০ নভেম্বর ১৯৫৪; ৬৯ বছর আগে (1954-11-30)
মাঠবুতোভস্কি ভর্সক্লা স্টেডিয়াম
ধারণক্ষমতা২৪,৭৯৫[]
সভাপতিইউক্রেন রোমান চেরনিয়াক
ম্যানেজারইউক্রেন ইয়ুরি মাকসিমভ
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ভর্সক্লা পলতাওয়া এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ইউক্রেনীয় কাপ এবং ১টি ইউক্রেনীয় প্রথম লিগ শিরোপা রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ