ফিতেফুলকি

‘লাইসিনিডি’ পরিবারের প্রজাপতি

ফিতেফুলকি[১] (বৈজ্ঞানিক নাম: Cheritra freja (Fabricius)) ঘুড়ির মতো লম্বা লেজ বিশিষ্ট এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি, যাদের মূল শরীর এবং ডানা হালকা ঘিয়ে বাদামি বর্ণের। এরা ‘লাইসিনিডি’ পরিবারের সদস্য।

ফিতেফুলকি
(Common Imperial)
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গোত্র: Cheritrini
গণ: Cheritra
প্রজাতি: C. freja
দ্বিপদী নাম
Cheritra freja
(Fabricius 1793)

আকার সম্পাদনা

প্রসারিত অবস্থায় ফিতেফুলকির ডানার আকার ৩৮-৪২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত ফিতেফুলকি এর উপপ্রজাতি হল- [২]

  • Cheritra freja butleri Cowan, 1965 – Sahyadri Common Imperial
  • Cheritra freja evansi Cowan, 1965 – Khasi Common Imperial

বিস্তার সম্পাদনা

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি অনুচ্চ পার্বত্য এলাকার ঘন অরণ্যে দেখা যায়।[৩] হিমালয় অঞ্চলের কুমায়ুন থেকে অসম এবং নেপালের ৭০০-৮০০ ফুট উচ্চতা অবধি এদের বিচরণ দেখা যায়। এছাড়া মায়ানমার, মালয়শ্রীলংকাতেও এদের দেখা যায়।[৪]

বর্ণনা সম্পাদনা

এই প্রজাপতির নিচের অংশ হালকা ঘিয়ে বাদামি রঙের হয়। পিছনের ডানার ভূমিকোনে দুটো লেজ আছে, লেজ প্রায় লম্বায় প্রায় ৫ মিলিমিটার এবং ২২ মিলিমিটার যথাক্রমে। ভূমিকোনে দুটো ধাতব সবুজ রঙের বিন্দু থাকে। এদের ওড়ার ধরন খুব কমজোরি, একই জায়গায় ফড়ফড় করে ওড়ে।[৫]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃষ্ঠা 149। আইএসবিএন 81-7756-558-3 
  2. "Cheritra freja Fabricius, 1793 – Common Imperial"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬ 
  3. Kunte, Krushnamegh (২০০০)। Butterflies of Peninsular India। New Delhi: Orient Blackswan Pvt. Ltd.। আইএসবিএন 81-7371-354-5 
  4. W .Ormiston (১৯২৪)। The butterflies of Ceylon। Asian Educational Services। পৃষ্ঠা 77। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৫ 
  5. Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2