ফাহমিদা কাদের

বাংলাদেশী বিচারপতি।

ফাহমিদা কাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ একজন নারী বিচারপতি। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের দশম নারী বিচারপতি। তিনি টাঙ্গাইলে প্রাক্তন জেলা ও দায়রা জজ।[]

ফাহমিদা কাদের
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

প্রাথমিক জীবন

সম্পাদনা

কাদের ১৯৬৬ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন।[] তার বাবা আবদুল কাদের তালুকদার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন।[] তিনি অগ্রণী বালিকা বিদ্যালয় এস. এস. সি এবং ঢাকার হলি ক্রস কলেজে থেকে এইচ. এস.সি পাশ করেন।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[] তিনি অবসরপ্রাপ্ত জেলা জজ মো. মকবুল আহসানকে বিয়ে করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

কাদের বাংলাদেশ সিভিল সার্ভিস বিচার বিভাগে যোগদান করেন এবং ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সহকারী বিচারক নিযুক্ত হন।[]

কাদের ২০১৫ সালের ৯:ফেব্রুয়ারি জেলা জজ পদে উন্নীত হন।[] তিনি বাংলাদেশের মহিলা বিচারক সমিতির সহ সভাপতি।[]

কাদের ২০২২ সালের ৩১ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন।[][] তিনি এবং নবনিযুক্ত ১০ জন বিচারপতি গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান সমাধিতে শ্রদ্ধা জানান।[] গত নভেম্বরে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কাদের তিন বিলিয়ন টাকার একটি অর্থ পাচার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের দুই সদস্য এম. এ. কাশেম ও রেহানা রহমানকে শর্তসাপেক্ষ জামিন দেন।[]

বিচারপতি এস. এম. কুদ্দুস জামান এবং কাদের ২০২৪ সালের জানুয়ারিতে ধর্ম সম্পর্কে " বিদ্বেষপূর্ণ " মন্তব্যের জন্য গায়িকা রিতা দেওয়ান বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন একটি মামলা স্থগিত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Man gets jail till death for killing father in Tangail"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  3. Sarkar, Ashutosh (২০২২-০৮-০১)। "HC gets 11 new judges"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  4. "11 new HC judges pay homage to Bangabandhu"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  5. "Tk 304 crore money laundering: HC grants conditional bail to 2 former NSU trustees"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  6. "HC stays trial of DSA case against Baul singer Rita Dewan"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-১১। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০