ফারিনা আলম (জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৮) একজন ইংরেজ সাংবাদিক এবং কিউ নিউজের সম্পাদক ছিলেন।

ফারিনা আলম
জন্ম (1978-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
নাগরিকত্বব্রিটিশ
পেশাসম্পাদক, সাংবাদিক
দাম্পত্য সঙ্গীআব্দুল রেহমান মালিক (বি. ২০০২)
ওয়েবসাইটwww.fareenaalam.co.uk

পটভূমি ও কর্মজীবন সম্পাদনা

ফারিনা আলম ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা-মাতার জ্যেষ্ঠ কন্যা।[১] ২১ বছর বয়সে আলম হিজাব পরা শুরু করেন।[২]

বংশপরিচয়ে আলম একজন বাংলাদেশী চাঁটগাঁইয়া এবং তিনি সিঙ্গাপুরে বড় হয়েছেন।[৩] তৎকালীন সময়ে তিনি জাতিসংঘের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, যার জন্য তিনি ছয় মাসের সচেতনতা নামক প্রচারণার আয়োজন 'বাংলাদেশ শিশু সহ-সভাপতি এবং তারপর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কারসমুহ সম্পাদনা

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Abdul Rehman & Fareena" (ইংরেজি ভাষায়)। Emel (magazine)। সেপ্টেম্বর–অক্টোবর ২০০৪। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  2. "Abdul Rehman & Fareena" (ইংরেজি ভাষায়)। Third Way (magazine)। এপ্রিল ২০০৪। পৃষ্ঠা 9। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  3. "WISE" (ইংরেজি ভাষায়)। Asma Society। ২৪ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা