ফারহিনা আহমেদ
ফারহিনা আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] এছাড়া তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি হিসেবেও ভূমিকা রাখেন।[২]
ফারহিনা আহমেদ | |
---|---|
সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২২ মে ২০২২ | |
পূর্বসূরী | মোস্তফা কামাল |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া আরএমআইটি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া লান্ড বিশ্ববিদ্যালয়, সুইডেন |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
শিক্ষাজীবন
সম্পাদনাফারহিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন (পরিবেশ ও টেকসই উন্নয়ন) বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ডিপ্লোমা ইন হিউম্যান রাইটস’ সম্পন্ন করার পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাফারহিনা আহমেদ বিসিএস ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি অর্থ বিভাগের উপসচিব, বিসিএস প্রশাসন একাডেমির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব প্রভৃতি পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন।[৩]
তিনি ২০২২ খ্রিষ্টাব্দে সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৪] বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫] এছাড়া তিনি বিসিএস ক্যাডারের নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নয় মন্ত্রণালয়ে নতুন সচিব"। যুগান্তর। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ফারহিনা আহমেদ, মহাসচিব সায়লা ফারজানা"। প্রথম আলো। ২৪ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "ড. ফারহিনা আহমেদের জীবন বৃত্তান্ত"। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ কর্মকর্তা"। ঢাকা পোস্ট। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "নয় সচিব পদে রদবদল, পদোন্নতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ মে ২০২২। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ড. ফারহিনা আহমেদ, মহাসচিব সায়লা ফারজানা"। দৈনিক ইনকিলাব। ২৪ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।