ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সাধারণ জীবন বীমা কোম্পানী হিসাবে ২০০০ সালে বাংলাদেশে প্রতিষ্টিত হয়।[২] বর্তমানে সারা বাংলাদেশে কোম্পানীটির ২৩ টি বিভাগীয় অফিস, ১০৩ টি সার্ভিস সেন্টার অফিস, ২৫২ টি জোনাল অফিস এবং ৬৩৫ টি প্রিমিয়াম সংগ্রহের অফিস রয়েছে।
![]() | |
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | বীমা |
প্রতিষ্ঠাকাল | ২৯ মে ২০০০ |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি |
|
কর্মীসংখ্যা | ১,৮১১ |
ওয়েবসাইট | www |
আর্থিক অবস্থাসম্পাদনা
কোম্পানীটির ২০১৭ সালে সংগ্রহীত নবায়ন প্রিমিয়াম ৬,৩২৫ মিলিয়ন টাকা এবং বণ্টনযোগ্য মুনাফা ২,০১৬.৫৭ মিলিয়ন টাকা।[৩] ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য গত ১ সেপ্টেম্বর ২০২১ এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থাটির সিদ্ধান্ত অনুসারে, পুনর্গঠিত পরিচালান পর্ষদ ড. মুহাম্মদ রহমতউল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করে। [৪]
১৫ সেপ্টেম্বর ২০২১ ফারইস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এ ছাড়াও হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখা এবং মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। একইসঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে বলে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে। [৫]
২৩ জানুয়ারি ২০২২ চিঠি ইস্যু করে ২৩ কর্মকর্তার পদাবনতি হয়েছে। মাজেদুল ইসলামকে এএমডি থেকে পদাবনতি করে এসইভিপি করা হয়েছে। কামাল আহমেদ হাওলাদারকে এসইভিপি থেকে জেইভিপি, শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে এসইভিপি থেকে এসভিপি, মো. ফিরোজ শাহ আলমকে ইভিপি থেকে এসইভিপি, মো. নজরুল ইসলামকে ইভিপি থেকে এসভিপি, মাহমুদুল হাসানকে ইভিপি থেকে এফএভিপি, মো. আমিরুজ্জামানকে জেইভিপি থেকে এসভিপি, মো. শাহ আলমকে এসভিপি থেকে জেএসভিপি, মো. শহিদুল আলমকে এসভিপি থেকে ভিপি করা হয়েছে।যুগান্তর পত্রিকা
বীমা সেবাসমূহসম্পাদনা
- একক বীমা
- সার্বজনীন বীমা
- গ্রুপ বীমা
অধীনস্থ কোম্পানীসম্পাদনা
- ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেড
- ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ লিমিটেড
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "New Chairman of Fareast Islami Life"। The Daily Star। Dhaka। ১৫ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৭"। https (ইংরেজি ভাষায়)। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।
- ↑ "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।