ফতিমা শেখ ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। প্রথম ভারতীয় মুসলমান মহিলা শিক্ষক হিসাবে পরিচিতি তার। ১৮৪৮ খ্রিস্টাব্দে তিনি এবং জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাই ফুলের সঙ্গে একযোগে দেশের অন্যতম প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দলিত ও পিছিয়ে পড়া মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারে আত্মনিবেদন করেছিলেন ফতিমা। তিনি ছিলেন সত্যসাধক গোষ্ঠীর অন্যতম সত্যসন্ধানী। []তিনি ফুলে দম্পতির বিদ্যালয়ে দলিতদের শিক্ষাপ্রদান করার মাধ্যমে তৎকালীন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাবিস্তারে ভূমিকা রেখেছেন।[] 

ফতিমা শেখ
জন্ম(১৮৩১-০১-০৯)৯ জানুয়ারি ১৮৩১[]
পেশাসমাজ সংস্কারক ও শিক্ষক
পরিচিতির কারণনারী শিক্ষা ও ক্ষমতায়ন
শৈলীসমাজসেবা

ফাতিমা শেখ ও তার সহকর্মী সাবিত্রীবাই ফুলে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর কাজে নিয়োজিত ছিলেন। এই কাজে তারা সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে বাধাগ্রস্থ হন।[] পরিবার থেকে সাবিত্রীবাই ও জ্যোতিবা ফুলের উপরে চাপ প্রয়োগ করা হলে তারা সমাজ সংস্কারে নিজ পরিবার ত্যাগ করেন। ১৮৮৪ সালে ফাতিমা শেখ ও তার ভাই উসমান শেখ নিজ বাড়ির দরজা ফুলে বোনদ্বয়ের জন্য খুলে দেন। তাদের বাড়ির আঙ্গিনায়ই বিদ্যালয় ও পাঠদান শুরু করা হয়।[]

আধুনিক সময়ে

সম্পাদনা

২০১৪ সালে ভারতের মহারাষ্ট্রের বলভারতের বিদ্যালয় সমূহের উর্দূ পাঠ্য বইয়ে ফতিমা শেখের সংক্ষিপ্ত জীবনী সংযোজন করা হয়েছিল।[] যা সেসময়ে আলোচনার ঝড় তোলে। ২০২২ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারি বিরল প্রতিভাবান এই ভারতীয় মুসলমান মহিলার ১৯১তম জন্মদিনে সার্চ ইঞ্জিন গুগল তাকে একটি  ডুডল  দিয়ে শ্রদ্ধা জানায়। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Google doodle celebrates educator, feminist icon Fatima Sheikh's 191st birthday"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২২ 
  2. Susie J. Tharu; K. Lalita (১৯৯১)। Women Writing in India: 600 B.C. to the early twentieth century। Feminist Press at CUNY। পৃষ্ঠা 162। আইএসবিএন 978-1-55861-027-9 
  3. "Remembering Fatima Sheikh – A Woman Lost In History | #IndianWomenInHistory"Feminism In India (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-২২। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৮ 
  4. "Heroes And Sheroes Of Plural India: Fatima Sheikh"Countercurrents (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৮ 
  5. TwoCircles.net। "Insertion of Muslim icons in social science text book creates storm in Maharashtra | TwoCircles.net"twocircles.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৮ 
  6. "Fatima Sheikh's 191st Birthday"Google (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২২ 
  7. Pallavi Keswani (৯ জানুয়ারি ২০২২)। "Google doodle honours educator Fatima Sheikh on her 191st birth anniversary"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২২