ফাইরুজ মালিহা

বাংলাদেশী গায়িকা

ফাইরুজ মালিহা একজন বাংলাদেশী গায়িকা। ২০১৩ সালে তিনি মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন হন।[১][২][৩][৪]

ফাইরুজ মালিহা
প্রাথমিক তথ্য
জন্ম (2005-10-01) ১ অক্টোবর ২০০৫ (বয়স ১৮)
খুলনা, বাংলাদেশ
উদ্ভবখুলনা, বাংলাদেশ
ধরনশাস্ত্রীয় সঙ্গীত, লোক সঙ্গীত, আধুনিক
পেশাগায়িকা
বাদ্যযন্ত্রকণ্ঠ, হারমোনিয়াম, কিবোর্ড
কার্যকাল২০১৩ - বর্তমান

ব্যক্তিগত ও শিক্ষা জীবন সম্পাদনা

মালিহা জন্মগ্রহণ করেন খুলনায়। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পায়[৫] এবং ২০২০ সালে খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এস. এস. সি. পাশ করেন। তার ছোট বোন লাবিবা গানের রাজা ২০১৯ এর বিজয়ী।[৬]

কর্মজীবন সম্পাদনা

মালিহা তিন বছর বয়স থেকে গান শেখা শুরু করে, সে ছোটবেলায় নাচ ও শিখেছে এবং গান ও নাচের উপর অনেক জাতীয় পুরস্কার ও পায় মালিহা। সে ২০১৫ তে তার প্রথম এলবাম প্রকাশ করে করে যা ছিল লোক সংগীতের উপর ভিত্তি করে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ক্ষুদে গানরাজ-২০১৩ হয়েছেন খুলনার মালিহা"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "ক্ষুদে গানরাজ ২০১৩ খুলনার মালিহা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  3. "ক্ষুদে গানরাজ মালিহা"বাংলাদেশ প্রতিদিন। ২০২১-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  4. সাহা, জয়ন্ত; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'ক্ষুদে গানরাজ ' হল মালিহা"bangla.bdnews24.com। ২০২৩-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  5. "চ্যানেল আই ক্ষুদে গানরাজ মালিহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে"www.bhorerkagoj.com। ২০২১-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  6. "টিন তারকা"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  7. "সেই 'ক্ষুদে গানরাজ'রা এখন..."বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪