ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় ০৩টি জোনাল অফিস, ০৫টি সাব-জোনাল অফিস এবং ১৯টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১২ অক্টোবর, ১৯৯৫ সালে।[][]

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি
ফরিদপুর পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১২ অক্টোবর ১৯৯৫; ২৮ বছর আগে (1995-10-12)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরফরিদপুর, ফরিদপুর
যে অঞ্চলে
ফরিদপুর জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটhttp://pbs.faridpur.gov.bd/

ইতিহাস

সম্পাদনা

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। এ সমিতির অধীনে ০৯টি উপজেলা, ৮৯টি ইউনিয়ন ও ১৮৯৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর ফরিদপুর জেলার কানাইপুরে অবস্থিত। []

জোনাল অফিসসমূহ

সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • বোয়ালমারী জোনাল অফিস
  • নগরকান্দা জোনাল অফিস
  • মধুখালী জোনাল অফিস।[]

সাব-জোনাল অফিসসমূহ

সম্পাদনা
  • সদরপুর সাব-জোনাল অফিস
  • আলফাডাঙ্গা সাব-জোনাল অফিস
  • সালথা সাব-জোনাল অফিস
  • পুলিয়া সাব-জোনাল অফিস
  • চরভদ্রাসন সাব-জোনাল অফিস।[]

গ্রাহক সংখ্যা

সম্পাদনা

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪,৪২,৮৫১ জন আবাসিক গ্রাহক রয়েছে।[]

অন্যান্য তথ্য

সম্পাদনা
  • মোট আয়তন: ২১৬১ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১১.০৫% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৮টি
  • ধারণ ক্ষমতা: ২৫৫ এমভি
  • মোট নির্মিত লাইন: ৪৪৭ কিলোমিটার ।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.faridpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২ 
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২