ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ (FDASC) বাংলাদেশের ফরিদপুর জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ২০২০ সালে জেলা প্রশাসক অতুল সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ঝিলটুলী মহল্লায় অবস্থিত এবং এটি ৬৪ শতাংশ জমির উপর নির্মিত।[১]
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ২০২০ |
চেয়ারম্যান | মোঃ কামরুল আহসান তালুকদার |
অধ্যক্ষ | মুহাম্মদ ইমতিয়াজ জাহান |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ১টি |
সংক্ষিপ্ত নাম | FDASC |
ওয়েবসাইট | https://www.fdasc.edu.bd/ |
ইতিহাস
সম্পাদনাFDASC এর ইতিহাস খুবই সংক্ষিপ্ত। এটি ২০২০ সালে জেলা প্রশাসক অতুল সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ফরিদপুর জেলার শিক্ষার মানোন্নয়ন করা।[২]
FDASC কে একটি আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যালয়টিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিষ্ঠানের গান
সম্পাদনাজ্ঞানের আলোয় সূরের মূর্ছনায়
নৃত্যের ঝংকার প্রকৃতির মোহনায়
আলোকিত এক স্থান
জেলা প্রশাসন স্কুল।
ডিসি স্যারের স্বপ্নে আদর্শে
এডিসি স্যারের তত্ত্বাবধানে
শিক্ষকদের আন্তরিকতার ছোয়া
লক্ষ্য শুধু কুড়িদের প্রস্ফুটিত করে গড়া।
জ্ঞানে গুনে নীতি আদর্শে
আলোকিত সমাজ বিনির্মানে
সদা জাগ্রত আমাদের এই প্রতিষ্ঠান
লক্ষ্য শুধু শুদ্ধ মানুষ গড়ে
নতুন রূপে দেশ গড়া।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FARIDPUR ZILA PROSHASON SCHOOL & COLLEGE"। www.fdasc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪।
- ↑ "ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ : নবসৃষ্টির আলোকবর্তিকা"। যায়যায় দিন। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪। zero width space character in
|শিরোনাম=
at position 1 (সাহায্য)