গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অন্তর্গত ফকির হাটখোলা গ্রামটি গোবিন্দপুর ইউনিয়নের ৩২ টি গ্রামের একটি গ্রাম। []নয়না বিরাম সৌন্দর্যে ভরা গ্রামটি সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কুমার নদী[] গ্রামটি মুকসুদপুর থানার একপ্রান্তে অবস্থিত। এই গ্রামের দক্ষিণ এ রয়েছে গোয়ালগ্রাম ও শ্রীপুর পশ্চিমে রামপুরা, পূর্বে বেজরা ভাঁটরা উত্তরে ফুলের পাড়।

যোগাযোগ

সম্পাদনা

নদী থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বেশ কষ্টসাধ্য ছিল তবে আশীর্বাদ হিসেবে চমৎকার একটা ব্রিজ তৈরি হয়েছে যেটা মুকসুদপুর সদরের সঙ্গে গ্রামের সংযোগ তৈরি করেছে। এছাড়াও বাথানডাংগা থেকে শ্রীপুর হয়ে পাকা রাস্তা রয়েছে।

স্থাপনা

সম্পাদনা

এই গ্রামে রয়েছে চারটি  পাকা মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি সমৃদ্ধ গোরস্থান এবং একটি পাকা ঈদগাহ্ ময়দান।

দর্শনীয় স্থান

সম্পাদনা

একটি নয়নাভিরাম খেলার মাঠ এবং এর পাশে রয়েছে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শতবর্ষি বটগাছ[] এবং সৌন্দর্যমন্ডিত কুমার নদী যেটার উপরে অত্যন্ত সুন্দর একটি ব্রিজ []নির্মাণ করা হয়েছে যেখান থেকে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছোট্ট এই গ্রামে জনসংখ্যা খুব একটা বেশি নয় পুরুষ ২৮০, মহিলা ২৫৯, মোট ৫৩৯।[] তার মধ্যে অধিকাংশ পুরুষ গ্রামের বাইরে অবস্থান করে অনেকে দেশের বাইরে রয়েছে। গ্রামের অর্থনৈতিক চাকা অত্যন্ত সচল এবং প্রত্যেকটি বাড়িতে পাকা বাড়ি রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় হিসেবে আপনি এখানে ওয়াইফাই কানেকশন সহ সব রকমের ইন্টারনেট সেবা পাবেন।

অর্থনৈতিক অবস্থা

সম্পাদনা

গ্রামের অধিকাংশ মানুষই শহরে অথবা বিদেশে পাড়ি জমিয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধ একটি গ্রাম। এই গ্রামে উচ্চশিক্ষিত লোকের সংখ্যা যেমন রয়েছে এমন সাধারণ আর শ্রমিক শ্রেণী রয়েছে।

তথসুত্রঃ

সম্পাদনা
  1. gobindopurup.gopalganj.gov.bd https://gobindopurup.gopalganj.gov.bd/bn/site/page/n4ap-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৭  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. "কুমার নদী - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৭ 
  3. "Google Maps"Google Maps। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৭ 
  4. "Google Maps"Google Maps। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৭ 
  5. gobindopurup.gopalganj.gov.bd https://gobindopurup.gopalganj.gov.bd/bn/site/page/n4ap-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৭  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)