প্রিয়াঙ্কা ফোগাট

প্রিয়াঙ্কা ফোগাট (জন্ম ১২ মে ১৯৯৩) একজন ভারতীয় মহিলা কুস্তিগির। উনি ২০১৬ এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন। উনি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাটের দিদি, দ্রোণাচার্য পুরস্কার জয়ী মহাবীর ফোগাটের ভাইঝি ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির গীতা ও ববিতার খুড়তুত বোন।

প্রিয়াঙ্কা ফোগাট
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1993-05-12) ১২ মে ১৯৯৩ (বয়স ৩০)
বলালি, হরিয়াণা, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াফ্রিস্টাইল কুস্তি
বিভাগ৫৫ কেজি
পদকের তথ্য
মহিলাদের ফ্রিস্টাইল কুস্তি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৬ ব্যাংকক ৫৫ কেজি

পেশাদার জীবন সম্পাদনা

২০১৫ সালে প্রিয়াঙ্কা পঞ্জাব দলের সাথে ৭ লাখ টাকায় প্রো রেসলিং লিগের জন্য চুক্তিবদ্ধ হন।[১]

ফেব্রুয়ারি ২০১৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে রূপো জেতেন প্রিয়াঙ্কা। সোনা জয়ের লড়াইয়ে মংগোলিয়ার দাভাসুখিন অতগোন্তসেতসেগ-এর কাছে পরাজিত হন উনি।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Yogeshwar, Sushil most expensive Indians at Pro Wrestling League auction"। India TV। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬ 
  2. "Indian grapplers bag nine medals at Asian Wrestling Championship"। DNA India। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬